/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/great-wall-motor-759.jpg)
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
সীমান্তে উত্তেজনার আবহেই মহারাষ্ট্র সরকারের সঙ্গে মউ স্বাক্ষর করল চিনা সংস্থা। মঙ্গলবার মহারাষ্ট্র সরকারের সঙ্গে মউ স্বাক্ষর করেছে চিনা অটোমোবাইল প্রস্তুতকারী সংস্থা গ্রেট ওয়াল মোটর। সে রাজ্য়ে উৎপাদনের জন্য় কারখানা গড়ার ব্য়াপারে এই মউ স্বাক্ষরিত হয়েছে বলে জানা যাচ্ছে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, উৎপাদনের লক্ষ্য়ে এই প্ল্য়ান্ট খোলা হলে, ১ বিলিয়ন ডলারের মতো বিনিয়োগ ঘটবে। যার ফলে ৩ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ মিলবে।
আরও পড়ুন: মারুতির নয়া নজির, টানা ১৬ বছর ধরে বেস্টসেলিং মডেল অল্টো
Far from border, Business as usual : Leading Chinese automotive co GWM signed an MoU today with Maharashtra Govt for a phased investment of $1bn in mfg facility in Talegaon. MoU signed in the presence of CM @OfficeofUT and Chinese ambassador Mr Sun Weidong @IndianExpress
— Sandeep Singh (@Tweetsandeep) June 16, 2020
আরও পড়ুন: অনিল আম্বানির থেকে বকেয়া ১৫৮০ লক্ষ ডলার আদায় করতে চলেছে এসবিআই
গ্রেট ওয়াল মোটরের ভারতের ম্য়ানেজিং ডিরেক্টর পার্কার শি জানিয়েছেন, ''অত্য়াধুনিক রোবোটিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে পুনের কাছে তালেগাঁওয়ে উচ্চমানের অটোমেটেড প্ল্য়ান্ট করা হবে''। তিনি আরও জানিয়েছেন, ''ভারতে আমরা ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে অঙ্গীকার করেছি...৩ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান করা হবে''।
উল্লেখ্য়, চলতি বছরের জানুয়ারি মাসে জমির জন্য় আমেরিকান প্রস্তুতকারক সংস্থা জিএমের সঙ্গে চুক্তি করেছিল গ্রেট ওয়াল মোটর। এই প্ল্য়ান্টে ইভি, এসইউভি তৈরি করা হবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন