Advertisment

Cigarette Price Hike: ৭৫ শতাংশ ট্যাক্স বসবে সিগারেটে? ধূমপায়ীদের বড় ধাক্কা দিতে পারে কেন্দ্রীয় বাজেট

Union Budget 2025: সূত্রের খবর, সিগারেট এবং তামাকজাত দ্রব্যের উপর GST Council কর বসাতে পারে। কেন্দ্র বাজেটে ন্যাশনাল ক্যালামিটি কন্টিন্জেন্ট বসিয়ে সেই করের হার বাড়াতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Cigarette Price Hike: ভারতে সিগারেট এবং তামাকজাত পণ্যের উপরে সর্বোচ্চ ২৮ শতাংশ জিএসটি রয়েছে

Cigarette Price Hike: ভারতে সিগারেট এবং তামাকজাত পণ্যের উপরে সর্বোচ্চ ২৮ শতাংশ জিএসটি রয়েছে

Union Budget 2025: হাতে মাত্র আর ২ দিন। শনিবার ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট (Union Budget 2025) পেশ হবে সংসদে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman) সংসদে বাজেট পেশ করবেন। বাজেট নিয়ে আম জনতার প্রত্যাশার পারদ চড়ছে। বিভিন্ন রকম কর থেকে কি রেহাই মিলবে? জিনিসপত্রের দাম কি কমবে না বাড়বে? তা নিয়ে আশা-আকাঙ্ক্ষায় রয়েছেন ভারতবাসী। তার মধ্যেও আরও একটি চিন্তায় বিষয় সবার, এবছর বাজেটে কি 'পাপের বোঝা' বাড়বে?

Advertisment

বাজেটের সঙ্গে কেন 'পাপের বোঝা'র সম্পর্ক? 

অর্থনীতির ভাষায় 'পাপ' হল সেইসব জিনিস যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর প্রভাব ফেলে সেগুলি। সেগুলির উপর বসানো করই হল 'সিন ট্যাক্স' বা পাপের কর। সরকার সিগারেট, তামাকজাত পণ্যের উপরে সিন ট্যাক্স বসায়। সেই করের টাকায় জনগণের উন্নয়নের কাজ করে সরকার।

আরও পড়ুন মহিলা অর্থমন্ত্রী হিসাবে রেকর্ড গড়তে চলেছেন নির্মলা সীতারমণ! কখন, কোথায় দেখবেন বাজেট ২০২৫-এর লাইভ স্ট্রিমিং?

Advertisment

সূত্রের খবর, সিগারেট এবং তামাকজাত দ্রব্যের উপর GST Council কর বসাতে পারে। কেন্দ্র বাজেটে ন্যাশনাল ক্যালামিটি কন্টিন্জেন্ট বসিয়ে সেই করের হার বাড়াতে পারে। এর আগে ২০২৩ সালে কেন্দ্রীয় বাজেটে তামাকজাত পণ্যের উপরে ১৬ শতাংশ করবৃদ্ধি করা হয়েছিল। 

সিগারেট এবং তামাকজাত পণ্যের উপর কত GST?

ভারতে সিগারেট এবং তামাকজাত পণ্যের উপরে সর্বোচ্চ ২৮ শতাংশ জিএসটি রয়েছে। ভারতে সিগারেটের উপর মোট ৫২.৭ শতাংশ কর রয়েছে। বিড়ির উপরে ২২ শতাংশ ট্যাক্স রয়েছে। যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সঙ্গে ভারত চুক্তিবদ্ধ, সেই অনুযায়ী তামাকজাত পণ্যের উপর ৭৫ শতাংশ ট্যাক্স চাপানো হতে পারে। শনিবারই জানা যাবে পাপের বোঝা বাড়ল কি না।

GST Union Budget GST Council Tobacco Products Cigarette
Advertisment