Advertisment

করোনার জের, শেয়ারবাজারে রেকর্ড পতন

করোনাভাইরাসের জেরে শেয়ারবাজারে বিপুল ধস।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনাভাইরাসের জেরে শেয়ারবাজারে বিপুল ধস। সেনসেক্সের সূচক পড়ল ২,৬০০ পয়েন্ট। পাল্লা দিয়ে কমে নিফটির দাঁড়িয়েছে ৯,৩০০ পয়েন্টে।

Advertisment

করোনা আতঙ্কে গত কয়েকদিন ধরেই বিপুল ধস নামে শেয়ারবাজারে। বৃহস্পতিবার এক দিনে সেনসেক্স পড়ে ২,৯১৯ পয়েন্ট। বম্বে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত সংস্থাগুলির মধ্যে ১,১৮০টির শেয়ার দর গত এক বছরের সর্বনিম্ন মাত্রা ছুঁয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটিও ৮৬৮ পয়েন্ট কমে ৯,৫৯০ পয়েন্ট হয়ে যায়। এক দিনে নিফটির পতন ৮.৩০ শতাংশ যা গত এক যুগে সর্বোচ্চ। বৃহস্পতিবার দালাল স্ট্রিটে যা রক্তক্ষরণ ঘটেছে, তা নজিরবিহীন।

আরও পড়ুন: ইয়েস সংকট: এবার অনিল আম্বানিকে ইডি তলব

এ দিন ব্যাপক ক্ষতির মুখ পড়েছে ইন্দাসইন্দ ব্যাংক, এইচডিএফসি, ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, টাটা স্টিল ও টাইটান। তাদের শেয়ার ৭.৫ শতাংশ পর্যন্ত পড়েছে। নিফটিতেও প্রায় সবার স্টকই পড়েছে।

বুধবার রাতে করোনাকে ‘মহামারি’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ছড়িয়ে পড়েছে অ্যান্টার্কটিকা ছাড়া বাকি ছ’টি মহাদেশেই। ইউরোপীয়দের আমেরিকা ভ্রমণের উপর এক মাসের নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। গোটা বিশ্বকে ক্রমেই গ্রাস করছে মারণ ভাইরাস। ভারতেও ইতিমধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

business
Advertisment