Advertisment

করোনা ক্ষতে প্রলেপ দিতে ইপিএফ-এ বড় ঘোষণা মোদী সরকারের

যে সমস্ত সংস্থার কর্মীর সংখ্যা ১০০-র কম এবং ৯০ শতাংশ কর্মীর মাসিক আয় ১৫ হাজার টাকা, আগামী তিন মাস তাদের ইপিএফও-র ২৪ শতাংশ দেবে কেন্দ্র।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা বিধ্বস্ত ভারতসহ সারা পৃৃথিবী। এই অবস্থায় কার্যত ধসে পড়েছে দেশের অর্থনীতি। নিম্নবিত্ত মানুষের দিন গুজরান প্রতিনিয়ত পড়ছে অনিশ্চয়তার মুখে। এই অবস্থায় ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। একাধিক প্রকল্পে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার পাশাপাশি রয়েছে ইপিএফ এর বিশেষ ঘোষণা।

Advertisment

*যে সমস্ত সংস্থার কর্মীর সংখ্যা ১০০-র কম এবং ৯০ শতাংশ কর্মীর মাসিক আয় ১৫ হাজার টাকা, আগামী তিন মাস তাদের ইপিএফও-র ২৪ শতাংশ দেবে কেন্দ্র।

* করোনা পরিস্থিতিতে সংশোধিত ইপিএফ আইন মাফিক কোনও কর্মী চাইলে প্রভিডেন্ট ফান্ডের ৭৫ শতাংশ অথবা তিন মাসের বেতন (যে অঙ্ক কম হবে) তা আগাম তুলতে পারবেন।

আরও পড়ুন, ২০ কোটি মহিলার জন ধন অ্যাকাউন্টে প্রতি মাসে ৫০০ টাকা দেবে কেন্দ্র

সংগঠিত ক্ষেত্রে কর্মীদের স্বার্থ রক্ষার্থে মোট ৫০০০ কোটি টাকা খরচ করবে কেন্দ্রীয় সরকার। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্যদিকে, আগামী তিনমাসের জন্যে পিএফের টাকা দিয়ে দেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।

এক্ষেত্রে ছোট সংস্থাগুলি কিছুটা হলেও স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে। বণিকমহল মনে করছেন, কর্মচারীদের জন্যে পিএফের টাকা দেওয়ার ক্ষেত্রে ছোট সংস্থাগুলির বড় একটা চাপ থাকে। শুধু তাই নয়, করোনার প্রকোপে দেশের ছোট এবং বড় সংস্থা প্রবল ক্ষতির মুখে পড়তে হতে পারে। সেদিকে তাকিয়েই মোদী সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Read the full story in English

coronavirus
Advertisment