/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/pitzza-cover.jpg)
লকডাউনের দেশে অত্যাবশ্যকীয় পরিষেবাকে কেন্দ্র ছাড় দিলেও দেশবাসীর নিত্য অসুবিধা লাঘব হচ্ছে না। তাই সেই অভাব পূরণ করতে ডমিনোজের সঙ্গে গাঁটছড়া বাঁধছে আইটিসি।
দুই সংস্থার তরফে একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, "ডমিনোজের ডেলিভারি পরিষেবার সাহায্যে এবার ঘরে ঘরে মুদিখানা সামগ্রী পৌঁছে দেওয়া হবে"।
আরও পড়ুন, চাকরি বাজারে কোভিড কামড়! কোথাও কর্মী ছাটাই, কোথাও কমল বেতন
বৃহস্পতিবার থেকেই আশীর্বাদ আটা, লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো আর হলুদগুঁড়োর কম্বো প্যাক ডেলিভারি দেওয়া শুরু হল। আপাতত এই পরিষেবা পাওয়া যাবে কলকাতা, মুম্বই, নয়ডা, বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দরাবাদে। স্মার্টফোনে ডমিনোজ অ্যাপ থাকলেই এই পরিষেবা নিতে পারবেন গ্রাহকেরা। পরিষেবা নিতে হলে করতে হবে ডিজিটাল পেমেন্ট।
পরিষেবা গ্রহণ করার সময় ব্যক্তিস্পর্শ যাতে না হয়, সেদিকেও খেয়াল রাখা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
Read the full story in English