লকডাউনে অত্যাবশ্যকীয় পণ্য ডেলিভারিতে আইটিসির সঙ্গে গাঁটছড়া ডমিনোজের

দুই সংস্থার তরফে একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, "ডমিনোজের ডেলিভারি পরিষেবার সাহায্যে এবার ঘরে ঘরে মুদিখানা সামগ্রী পৌঁছে দেওয়া হবে"।

দুই সংস্থার তরফে একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, "ডমিনোজের ডেলিভারি পরিষেবার সাহায্যে এবার ঘরে ঘরে মুদিখানা সামগ্রী পৌঁছে দেওয়া হবে"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লকডাউনের দেশে অত্যাবশ্যকীয় পরিষেবাকে কেন্দ্র ছাড় দিলেও দেশবাসীর নিত্য অসুবিধা লাঘব হচ্ছে না। তাই সেই অভাব পূরণ করতে ডমিনোজের সঙ্গে গাঁটছড়া বাঁধছে আইটিসি।

Advertisment

দুই সংস্থার তরফে একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, "ডমিনোজের ডেলিভারি পরিষেবার সাহায্যে এবার ঘরে ঘরে মুদিখানা সামগ্রী পৌঁছে দেওয়া হবে"।

আরও পড়ুন, চাকরি বাজারে কোভিড কামড়! কোথাও কর্মী ছাটাই, কোথাও কমল বেতন

বৃহস্পতিবার থেকেই আশীর্বাদ আটা, লঙ্কাগুঁড়ো, ধনেগুঁড়ো আর হলুদগুঁড়োর কম্বো প্যাক ডেলিভারি দেওয়া শুরু হল। আপাতত এই পরিষেবা পাওয়া যাবে কলকাতা, মুম্বই, নয়ডা, বেঙ্গালুরু, চেন্নাই এবং হায়দরাবাদে। স্মার্টফোনে ডমিনোজ অ্যাপ থাকলেই এই পরিষেবা নিতে পারবেন গ্রাহকেরা। পরিষেবা নিতে হলে করতে হবে ডিজিটাল পেমেন্ট।

Advertisment

পরিষেবা গ্রহণ করার সময় ব্যক্তিস্পর্শ যাতে না হয়, সেদিকেও খেয়াল রাখা হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

Read the full story in English