Advertisment

EPFO Members increased: আরও বাড়ল ক্লেইম সেটেলমেন্ট, সাবস্ক্রাইবার কত বেড়েছে EPFO-তে? পরিসংখ্যান জানাল শ্রম মন্ত্রক

EPFO Members increased: রিপোর্টে আরও জানানো হয়েছে EPFO বকেয়া পুনরুদ্ধারের হার ৫৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা গত বছরের ৩,৩৯০ কোটি টাকার তুলনায় ৫,২৬৮ কোটি টাকায় পৌঁছেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
EPFO Claims

আরও বাড়ল ক্লেইম সেটেলমেন্ট, সাবস্ক্রাইবার কত বেড়েছে EPFO-তে? পরিসংখ্যান জানাল শ্রম মন্ত্রক

EPFO Members increased: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর সদস্যসংখ্যা নিয়ে গর্বিত সরকার, 2024 অর্থবর্ষে সদস্য সংখ্যা ৭.৬ শতাংশ বেড়ে ৭.৩৭ কোটি হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের সংখ্যা ৬ দশমিক ৬ শতাংশ বেড়ে ৭ দশমিক ৬৬ লাখ হয়েছে। বরিবার শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সেটেলমেন্টের পরিমাণ বেড়েছে ৭.৮ শতাংশ।  গত বছর এই সংখ্যা ছিল ৪.১৩ কোটি। এবার তা বেড়ে হয়েছে ৪.৪৫ কোটি। 

Advertisment

সর্বশেষ প্রতিবেদন অনুসারে মন্ত্রকের তরফে জানানো হয়েছে ২০২৩-২০২৪ অর্থবর্ষে  EPFO-র সদস্যের সংখ্যা ৭.৬ শতাংশ বেড়ে হয়েছে ৭.৩৭ কোটি হয়েছে। ২০২২-২০২৩ অর্থবর্ষে এই সংখ্যা ছিল ৬.৮৫ কোটি। শ্রম মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট ভারতে চাকুরিজীবীর সংখ্যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।  

এক বছরের ফ্রি অফার, ডেটা-কলিং একেবারে বিনামূল্যে! কীভাবে পাবেন?

রিপোর্টে আরও জানানো হয়েছে EPFO বকেয়া পুনরুদ্ধারের হার ৫৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা গত বছরের ৩,৩৯০ কোটি টাকার তুলনায় ৫,২৬৮ কোটি টাকায় পৌঁছেছে।  বৈঠকে কার্যনির্বাহী কমিটি EPFO-তে আরও ভাল পরিষেবা প্রদানের জন্য IT, প্রশাসনিক, আর্থিক এবং অন্যান্য সম্পর্কিত দিক নিয়ে আলোচনা করেছে। সরকার ইপিএস পেনশন প্রদানের জন্য একটি নতুন সেন্ট্রালাইড পেনশন পেমেন্ট সিস্টেম চালু করার জন্য কাজ করছে।

RBI-এর নতুন KYC নিয়ম, নিরাপত্তা নিশ্চিত করতে কী পদক্ষেপ?

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডঃ মনসুখ মান্ডব্য শুক্রবার পেনশন পরিষেবাগুলি বাড়ানোর লক্ষ্যে কর্মচারীদের পেনশন প্রকল্প (ইপিএস)-1995-এর অধীনে নতুন কেন্দ্রীয় পেনশন পেমেন্ট সিস্টেম (CPPS) এর পাইলট রানের সাফল্যের কথা ঘোষণা করেছেন৷ 

EPFO
Advertisment