কেন্দ্রীয় ঘোষণার পর মাত্র ১০ দিন কেটেছে। এরইমধ্যে কমপক্ষে ২৮০ কোটি তোলা হল প্রভিডেন্ট ফান্ড থেকে। করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার দেশবাসীর অ্যাকাউন্ট থেকে ৭৫% অর্থ অগ্রিম হিসেবে তোলার সুযোগ করে দেওয়ার পর মাত্র ১০ দিন কেটেছে। এরই মধ্যে ২৭৯.৬৫ কোটি টাকা তুলে নিয়েছেন ১.৩৭ লক্ষ পিএফ গ্রাহক। তথ্য জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এই তথ্য প্রকাশ্যের আসার পর নাগরিকদের ভবিষ্যৎ সঞ্চয়ে ঘনীভূত হয়েছে আশঙ্কার মেঘ!
করোনা পরিস্থিতির জেরে দেশের অর্থনীতি ধুকছে। এই পরিস্থিতিতে মধ্যবিত্তের ক্ষতয় প্রলেপ দিতে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। যারমধ্যে চাকরিজীবীদের জন্য ছিল প্রভিডেন্ট ফান্ড স্বস্তি। পিএফ সংক্রান্ত দুটি ঘোষণা করেছিল কেন্দ্র।
আরও পড়ুন, কোভিড আতঙ্কের মাঝেই দেশের ১৪ লক্ষ করদাতার জন্য সুখবর
১) ১০০ বা তার কম কর্মী আছে এবং ৯০%-র বেতন ₹১৫ হাজারের নীচে, এমন ৪ লাখ সংস্থার ৮০ লাখ কর্মীর বেতনের ২৪% তিন মাস প্রভিডেন্ড ফান্ডে (Provident Fund) দেবে কেন্দ্র।
২) PF থেকে ফেরত-অযোগ্য অগ্রিমের ৭৫% বা তিন মাসের বেতনের মধ্যে যার পরিমাণ কম, সেই অর্থ তোলা যাবে।
পাশাপাশি তারা এও জানিয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার (পিএমজিকেওয়াই) অংশ হিসাবে ১.৩৭ লক্ষ গ্রাহকের জন্য ২৭৯.৬৫ কোটি বাড়তি টাকা বরাদ্দ করেছেন। করোনা সংকটের মুখে দাঁড়িয়ে গত ২৬ শে মার্চ এই বিশেষ আর্থিক প্যাকেজটির ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন