Advertisment

Gold Rate Today: আরও কমল সোনার দাম? আজ কত দর যাচ্ছে কলকাতায়, জেনে নিন

Gold Rate Today on 12 November 2024: উৎসবের মরশুমের পর বিয়ের মরশুমে কমেই চলেছে সোনার দাম। আজ, মঙ্গলবার ১৮, ২২ এবং ২৪ ক্যারেট পাকা সোনা এবং রুপোর দর কেমন কলকাতায় দেখে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
Gold Rate Today: আজকে সোনার দর

Gold Rate Today: আজ কিনলে কত দামে পাবেন সোনা?

Gold Rate Today in Kolkata, Check 18k, 22K, 24K Gold Price on November 12, 2024: বিয়ের মরশুম শুরু হতেই কমেই চলেছে সোনার দাম। সোমবার সপ্তাহের প্রথম দিনেই সস্তা হয়েছিল সোনা। আজ, মঙ্গলবারেও অনেকটাই সস্তা হয়েছে হলুদ ধাতুর দাম। সোনার দাম কমলে সাধারণ মানুষের মনে স্বস্তি মেলে। সোনাকে অনেকেই বিপদের ত্রাতা মনে করেন। সোনার গয়না সংসারে বিপদে-আপদে কাজে আসে। তাই অনেকেই এখন সোনায় বিনিয়োগ করেন। আজ সোনার দাম কত যাচ্ছে দেখে নিন।

Advertisment

বিয়ের মরশুমে হু হু করে কমছে সোনার দাম। বিয়ের মতো শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরার চল রয়েছে। এমনকী সোনার গয়না উপহার দেওয়ার রীতিও রয়েছে। উৎসবে-অনুষ্ঠানে সোনাকে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই।

২৪ ক্যারেট পাকা সোনার দাম (Fine Gold 995)- ১ গ্রাম ৭,৭২৯ টাকা (১৪৭ টাকা কমেছে)

২২ ক্যারেট গয়নার সোনা (কিনতে গেলে)- ১ গ্রামের দাম ৭,০৮৫ টাকা (১৩৫ টাকা কমেছে)

২২ ক্যারেট গয়নার সোনা (বেচতে গেলে)- ১ গ্রামের দাম ৬,৮৫৪ টাকা

১৮ ক্যারেট- ১ গ্রামের দাম ৫,৭৯৭ টাকা (১১০ টাকা কমেছে)

রুপো- ১ কেজির দাম ৮৯,৫১৪ টাকা

* সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

আরও পড়ুন ধনতেরাসে সোনা কিনবেন? শুভ মুহূর্তে কেনাকাটার আগে জেনে নিন আজকের দরদাম

Gold business gold market Gold Price Today
Advertisment