Gold Rate Today in India, Check 18k, 22K, 24K Gold Price in Mumbai, Delhi, Chennai, Kolkata on November 14, 2024: বিয়ের মরশুম শুরুর মুখেই সোনায় সোহাগা বাঙালির। সোনার দাম ক্রমশ কমতেই চলেছে। সপ্তাহের শুরু থেকেই নিম্নমুখী সোনার দাম (Gold Price)। আজ, বৃহস্পতিবার সোনার দাম বুধবারের থেকেও কমেছে। সোনা কেনার এটাই দুর্দান্ত সময়। বিয়ের মরশুম শুরু হওয়ার আগেই হলুদ ধাতু সস্তা হওয়ায় বাজার তুঙ্গে (Gold Silver Price Today)। একইসঙ্গে রুপোর দামও আজ অনেকটা কমেছে।
বিয়ের মরশুমে হু হু করে কমছে সোনার দাম (Gold Price)। বিয়ের মতো শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরার চল রয়েছে। এমনকী সোনার গয়না উপহার দেওয়ার রীতিও রয়েছে। উৎসবে-অনুষ্ঠানে সোনাকে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই।
আরও পড়ুন আরও কমল সোনার দাম? আজ কত দর যাচ্ছে কলকাতায়, জেনে নিন
২৪ ক্যারেট পাকা সোনার দাম (Fine Gold 995)- ১ গ্রাম ৭,৫৬৫ টাকা (১২০ টাকা কমেছে)
২২ ক্যারেট গয়নার সোনা (কিনতে গেলে)- ১ গ্রামের দাম ৬,৯৩৫ টাকা (১১০ টাকা কমেছে)
২২ ক্যারেট গয়নার সোনা (বেচতে গেলে)- ১ গ্রামের দাম ৬,৭১৭ টাকা
১৮ ক্যারেট সোনা- ১ গ্রামের দাম ৫,৬৭৪ টাকা (৯০ টাকা কমেছে)
রুপো (999)- ১ কেজির দাম ৮৮,৪৯৫ টাকা
* সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
উল্লেখ্য, সোনার অনেক রকম ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারেটের। একে পাকা সোনাও বলা হয়। এটি দিয়ে বাঁট এবং কয়েন তৈরি হয়। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। সোনায় যত খাদ মেশানো হয় তত ক্যারেট কমবে। এর পর ১৮ এবং ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।