রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন মাইকেল পাত্র। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল মাইকেলের নাম।
বর্তমানে সেন্ট্রাল ব্যাঙ্কের একজিকিউটিভ ডিরেক্টর পদে থাকা মাইকেল পাত্র আরবিআই এর আর্থিক নীতির জন্য তৈরি হওয়া ৬ সদস্যের দলের সদস্যও ছিলেন।
আরও পড়ুন, ‘আর্থিক ঘাটতি যেন আর না বাড়ে’, বাজেট প্রসঙ্গে বললেন নোবেলজয়ী অভিজিৎ
দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের ডেপুটি চেয়ারম্যানের পদে বসার পর থেকে আগামী ৩ বছর দায়িত্ব সামলাবেন মাইকেল পাত্র। বিরল আচার্যর উত্তরসূরি হিসেবে দায়িত্বে বসবেন মাইকেল। গত বছর জুলাইতে পদ থেকে ইস্তফা দিয়েছিলেন আচার্য।
৫৯ বছরের মাইকেল পাত্র ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে অর্থনীতিতে ডক্টোরেট। ২০১৯ এর আরবিআই যে ছক ভেঙে পরপর পাঁচবার সুদের হার কমাল, তাতেও মাইকেল পাত্রর উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
Read the full story in English