দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই-তে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, সাধারণত অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে গ্রাহকের ফোন নম্বর। এবার ফোন নম্বর ঘনঘন বদলাতে পারে অনেকেরই। তবে এখন আর ব্রাঞ্চে গিয়ে মোবাইল নম্বর আপডেট করতে হয় না, অনলাইনেই করা যায়।
জেনে নিন অনলাইনে মোবাইল নম্বর আপডেট করার পদ্ধতি।
১) এসবিআই -এর ওয়েবসাইটে যেতে হবে
২) 'My Accounts and Profile' অপশনে যেতে হবে
৩) ড্রপ ডাউন মেনুতে গিয়ে প্রোফাইলে ক্লিক করতে হবে
৪) প্রোফাইল পাসওয়ার্ড দিয়ে সাবমিট বাটন ক্লিক করতে হবে
আরও পড়ুন, প্যান কার্ড হারিয়ে গেছে? মাত্র ৫০ টাকায় আবেদন করতে পারেন নতুন কার্ডের জন্য
৫) 'Change Mobile Number-Domestic only (Through OTP/ATM/Contact Centre)' এই অপশনে ক্লিক করতে হবে
৬) কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠবে Personal Details-Mobile Number Update' অপশন
৭) এবার আপনার নতুন মোবাইল নম্বর টাইপ করে সাবমিট করুন
৮) পপ আপ মেসেজে ফুটে উঠবে 'Verify and confirm your mobile number xxxxxxxxxx', সেখানে ওকে করুন
৯) 'By OTP on both the Mobile Number' এই অপশনে ক্লিক করুন, 'Proceed' -এ ক্লিক করুন