খাদ্য দফতরের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছিল। সোমবার থেকে সেই মতো রাজ্যে শুরু হয়ে গেল রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ। নভেম্বর মাসের মধ্যেই দুই নথির সংযুক্তিকরণ করাতে হবে।
গত ১৮ সেপ্টেম্বর খাদ্য দফতরের প্রধান সচিব একটি নির্দেশিকায় জানিয়েছেন, সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের নির্দেশে রেশনে খাদ্য দ্রব্য বণ্টনে দুর্নীতি রোধ করতে রেশনের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ হবে। যে সমস্ত গ্রাহক রেশন থেকে ভরতুকি মূল্যে খাদ্য দ্রব্য পেয়ে থাকেন, তাঁরা রেশনের সঙ্গে আধার সংযুক্ত না করলে তা থেকে বঞ্চিত হতে পারেন বলেও চারপাশে খবর ছড়িয়েছে।
আরও পড়ুন, ভয় নেই, বাড়ল রেশন কার্ড সংশোধনের সময়
জেনে নিন কী করতে হবে?
১) ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ করাতে হবে।
২) সপ্তাহে দু’দিন- মঙ্গল ও বুধবার রেশন দোকানেই আধার সংযুক্তিকরণ করানো যাবে।
আরও পড়ুন, আধার কার্ডের ছবি বদলাতে লাগবেনা কোনও নথি
৩) খাদ্য দফতরের স্থানীয় অফিসে সোমবার থেকে শনিবার পর্যন্ত সমস্ত কাজের দিনগুলিতে সংযুক্তিকরণ করা সম্ভব।
৪) ব্লক ইনস্পেক্টর এবং আরও অফিসেও সংযুক্তিকরণ করা যাবে।
আরও পড়ুন, এবার একটা কার্ডেই ভোটার আইডি-পাসপোর্ট-আধার সবকিছু, প্রস্তাব শাহের
৫) ডিজিটাল রেশন কার্ড এবং আধার নম্বর নিয়ে সংশ্লিষ্ট স্থানে যেতে হবে।
৬) রেশন দোকানের ইলেকট্রনিক পয়েন্ট অব সেলস যন্ত্রে এই সংযুক্তিকরণ হবে।
৭) ই-পস যন্ত্রে পরিবারের একজন সদস্যের রেশন কার্ড নম্বর নথিভুক্ত থাকলেই সমস্ত সদস্যদের নাম স্ক্রিনে ফুটে উঠবে।
৮) পরিবারের সমস্ত সদস্যের রেশন দোকানে যাওয়া বাধ্যতামূলক নয়।
৯) যে কোনও একজন সদস্য আধার নম্বর এবং ডিজিটাল রেশন কার্ড নিয়ে গেলেই চলবে।