কী ভাবে ডিজিটাল রেশন কার্ডের জন্য অনলাইনে আবেদন করবে?

অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের  ওয়েবসাইট  https://www.wbpds.gov.in/   যেতে হবে।

অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের  ওয়েবসাইট  https://www.wbpds.gov.in/   যেতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাজ্য সরকার পুরনো রেশন কার্ডের বদলে ডিজিটাল রেশন কার্ড তৈরির ব্যবস্থা করে দিয়েছে। জেনে নেওয়া যাক ডিজিটাল রেশন কার্ড তৈরির পদ্ধতি-

Advertisment

কারা আবেদন করতে পারবেন?

আবেদনকারীর কোনও রেশন কার্ড না থাকলেও আবেদন করা যাবে।

এ রাজ্যের সদ্যবিবাহিত কোনো দম্পতি আবেদন করতে পারেন।

Advertisment

আবেদনকারীর স্বল্পমেয়াদী কোনো রেশন কার্ড থাকলে বা সেই কার্ডের সময়সীমা পেরিয়ে গেলেও আবেদন করা যেতে পারে।

আরও পড়ুন, প্যান কার্ড হারিয়ে গেছে? মাত্র ৫০ টাকায় আবেদন করতে পারেন নতুন কার্ডের জন্য

আবেদন করতে কী কী নথি দরকার?

১) আবেদন পত্র বা অ্যাপলিকেশন ফর্ম

২) পরিবারের প্রধানের পাসপোর্ট সাইজ ছবি

৩) আবেদনকারীর পরিচয়ের প্রমাণ পত্র। তার জন্য দেওয়া যেতে পারে ভোটার কার্ড, আধার কার্ড অথবা  ড্রাইভিং লাইসেন্স

৪) ঠিকানার প্রমাণপত্র স্বরূপ গ্রাহ্য হবে ইলেকট্রিসিটি বিল বা জল করের বিল ইত্যাদি

৫) পরিবারের প্রত্যেক সদস্যের যাবতীয় তথ্য

৬) পরিবারের সকল সদস্যের আয় সংক্রান্ত তথ্য

অনলাইনে আবেদন করা যাবে কী ভাবে?

অনলাইনে ডিজিটাল রেশন কার্ডের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের  ওয়েবসাইট  https://www.wbpds.gov.in/   যেতে হবে।

এর পর হোমপেজের ফিচার্স মেনুতে গিয়ে ‘ফর্মস’ অপশনের অধীনে থাকা ‘ভিউ ফর্মস’-এ ক্লিক করতে হবে।

‘অ্যাপলিকেশন ফর রেশন কার্ড’ লিঙ্কে ক্লিক করে পিডিএফ ফর্ম ডাউনলোড করে নিতে হবে। পিডিএফ ফর্ম ডাউনলোড করতে হলে ক্লিক করতে হবে।

ফর্ম ফিলআপ করে বাকি সমস্ত জরুরি নথির সঙ্গে রেশন কার্ড অফিসে জমা দিতে হবে।

সেখান থেকে আবেদনের নম্বর বা ‘অ্যাপলিকেশন নম্বর’ সংগ্রহ করতে হবে।