IIP India Growth Rate Data July 2020: করোনায় লকডাউনে ধাক্কা খেল দেশের শিল্পোৎপাদন। জুলাই মাসে দেশে শিল্প উৎপাদনের সূচক (আইআইপি) ১০.৪ শতাংশ নামল। এর জেরে জুলাই মাসে দেশে শিল্প উৎপাদন সূচক দাঁড়িয়েছে ১১৮.১। কেন্দ্রীয় পরিসংখ্য়ান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের তরফে এ তথ্য় জানা গিয়েছে।
গত বছর জুলাই মাসে দেশে শিল্প উৎপাদনের সূচক বেড়েছিল ৪.৯ শতাংশ। ২০২০-২১ অর্থবর্ষে দেশে শিল্প বৃদ্ধি সংকুচিত হয়েছে ২৯.২ শতাংশ। একবছর আগে যেখানে বৃদ্ধি পেয়েছিল ৩.৫ শতাংশ।
করোনায় লকডাউনই এই পতনের কারণ হিসেবে মনে করা হচ্ছে। করোনা সংক্রমণের জেরে চলতি বছরের এপ্রিল ও মে মাসে দেশজুড়ে লকডাউন জারি ছিল। যার জেরে জোর ধাক্কা খেয়েছে শিল্প ক্ষেত্র।
আরও পড়ুন: জিডিপি-র হার উদ্বেগজনক, আত্মতুষ্টি কাটাক সরকার: রঘুরাম রাজন
মন্ত্রকের তথ্য় অনুসারে, শিল্প উৎপাদন ক্ষেত্রে (ম্য়ানুফেকচারিং সেক্টর) সূচক কমেছে ১১.১ শতাংশ। জুলাই মাসে শিল্প উৎপাদনে সূচক দাঁড়িয়েছে ১১৮.৮। খনি ক্ষেত্রে (মাইনিং সেক্টর) সূচক মাইনাস ১৩.০ শতাংশ কমে হয়েছে ৮৭.২। বিদ্য়ুৎ ক্ষেত্রে (ইলেক্ট্রিসিটি সেক্টর) সূচক ২.৫ শতাংশ কমে হয়েছে ১৬৬.৩।
গত বছর জুলাইয়ে শিল্প উৎপাদন ক্ষেত্রে ৪.৮ শতাংশ সূচক বেড়েছিল। ওই একই সময়ে খনি ক্ষেত্রে বৃদ্ধি হয়েছিল ৪.৯ শতাংশ। বিদ্য়ুৎ ক্ষেত্রে বৃদ্ধি হয়েছিল ৫.২ শতাংশ।
Read the full story in English