/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/imf.jpg)
সারা বিশ্বের নব্বই শতাংশ জুড়ে জুড়েই চলছে অর্থনৈতিক মন্দা। সম্প্রতি এমনই মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের নব নির্বাচিত প্রধান। "ভারত কিমবা ব্রাজিলের মতো দেশে সেই অর্থনৈতিক মন্দা বেশি করে চোখে পড়ছে", জানিয়েছেন আইএমএফ-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভা।
"সারা পৃথিবী জুড়েই আর্থিক বৃদ্ধির হার কমেছে ২০১৯ সালে। আমরা সেরকমটাই আঁচ করেছিলাম। বিশ্ব অর্থনীতিতেই সামঞ্জস্যপূর্ণ আর্থিক মন্দা চলছে এই সময়ে। শেষ এক দশকের মধ্যে আর্থিক বৃদ্ধির হার এ বছরেই সবচেয়ে কম হবে।" জানিয়েছেন আইএমএফ প্রধান।
আরও পড়ুন, কী ভাবে অনলাইনে ডাউনলোড করবেন আধার কার্ড?
বিশ্ব জুড়ে এই আর্থিক মন্দার পেছনে, বাণিজ্য সংকট, ব্রেক্সিট এবং রাজনৈতিক সংকটের মতো কারণগুলোকেই দায়ী করেছেন জর্জিয়েভা। তাঁর কথায়, "বাণিজ্য যুদ্ধে সবাই আসলে হেরে যায়। এরকম চলতে থাকলে ২০২০ সালের মধ্যে ৭০০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হবে বিশ্ব অর্থনীতিতে, যা সুইৎজ্যারল্যান্ডের জাতীয় অর্থনীতির সমান।
আর্থিক মন্দা কাটাতে সমস্ত দেশের মধ্যে সংহতি দরকার, জানালেন আইএমএফ-এর ডিরেক্টর জেনেরাল। বললেন, "আর্থিক বৃদ্ধি এখনও জারি রয়েছে। হার কমেছে, কিন্তু তা বন্ধ হয়ে যায়নি। আমাদের এখনও অনেক দায়িত্ব নিতে হবে"।
Read the full story in English