কর কাঠামোয় সংস্কারের পথে হেঁটে 'ট্রান্সপারেন্ট ট্য়াক্সেশান-অনারিং দ্য় অনেস্ট' নামে নতুন প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেদিনই আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে নয়া পদক্ষেপের পরিকল্পনা করল আয়কর দফতর। আর্থিক লেনদেনের খতিয়ান নথিভুক্ত করার তালিকা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে আয়কর দফতর।
২০ হাজার টাকার বেশি হোটেল বিল, ৫০ হাজার টাকার বেশি জীবনবিমা প্রিমিয়াম প্রদান, ২০ হাজার টাকার বেশি স্বাস্থ্য়বিমার প্রিমিয়াম প্রদান যেমন এই নয়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তেমনই বছরে ১লাখের উপর স্কুল-কলেজে অনুদানের ফি, বিদেশ ভ্রমণ, ডোমেস্টিক বিজনেস ক্লাস এয়ার ট্র্য়াভেল, ১ লাখের বেশি মূল্য়ের গয়না ও ছবিও এই তালিকায় রাখা হয়েছে। এমনকি, ব্য়াঙ্ক লকারকেও এই তালিকায় রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: মোদীর বড় ঘোষণা, স্বচ্ছ কর ব্যবস্থায় সম্মানিত হবে সততা
বৃহস্পতিবার 'ট্রান্সপারেন্ট ট্য়াক্সেশান-অনারিং দ্য় অনেস্ট' নামে নতুন প্রকল্পের সূচনা করেন মোদী। অর্থাৎ, কর প্রদানে স্বচ্ছতা এনে সৎ করদাতাদের সম্মান জানানো হবে। সেদিনই এই নয়া প্রস্তাব পেশ করা হয়। এ প্রসঙ্গে এক আধিকারিক বলেন, ''এগুলি প্রস্তাবিত পদক্ষেপ, এখনও লাগু হয়নি। তবে এসএফটি-র আওতায় করদাতাদের লেনদেনের উপর নজরদারি চালাতে আরও কয়েকটি বিভাগ তৈরি করা হবে''।
উল্লেখ্য়, গত জুলাই মাসে আয়কর সংক্রান্ত তথ্য জটিলতা কাটাতে ‘ফর্ম ২৬এএস’ আনা হয়। নির্দিষ্ট অর্থবর্ষে করদাতার যাবতীয় বড় অঙ্কের লেনদেনের খতিয়ান নথিভূক্ত করবে এই ‘ফর্ম ২৬এএস’। তবে কর জমার ক্ষেত্রে ‘ফর্ম ২৬এএস’ মান্যতা ঐচ্ছিক। নয়া বিবৃতিতে বলা হয়, “এবার থেকে এই নতুন ফর্ম ২৬এএস-এ সমস্ত লেনদেন তথ্য নথিভুক্ত থাকবে”।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন