India post: ড্রোনের সাহায্যে মেল ডেলিভারি, এবার বিরাট পদক্ষেপের পথে ইন্ডিয়া পোস্ট

India post: ভারতের ডাক বিভাগ নকশাল প্রভাবিত গডচিরোলির দূরবর্তী গ্রামে ড্রোন মেল ডেলিভারি চালু করতে যাচ্ছে। ঘন বনাঞ্চল এলাকায় এই ব্যবস্থা চালু করার কথাও ভাবা হচ্ছে।

India post: ভারতের ডাক বিভাগ নকশাল প্রভাবিত গডচিরোলির দূরবর্তী গ্রামে ড্রোন মেল ডেলিভারি চালু করতে যাচ্ছে। ঘন বনাঞ্চল এলাকায় এই ব্যবস্থা চালু করার কথাও ভাবা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Drone

Drone: ড্রোন।

India post: ভারতের ডাক বিভাগ বর্তমানে প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে দ্রুততার দিকে মনোনিবেশ করছে। দেশের বিভিন্ন প্রান্তের গ্রামীণ এবং দুর্গম এলাকায় মেল ডেলিভারি অনেক সময়ই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। বিশেষ করে নকশাল প্রভাবিত গড়চিরোলি জেলার ঘন বনাঞ্চল, নদীর সংযোগস্থলগুলি পোস্টম্যানদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Advertisment

ড্রোন মেল ডেলিভারি 

চাঁদপুরের সিনিয়র পোস্ট অফিস কর্মকর্তা জানিয়েছেন, জেলার কিছু গ্রামে ড্রোন মেল ডেলিভারি চালুর পরিকল্পনা করা হয়েছে। এই ড্রোনগুলো হেডকোয়ার্টার থেকে মেল গ্রহণ করার পর সরাসরি গ্রামে পৌঁছে দেবে। এতে পোস্টম্যানদের মাধ্যমে কয়েক দিন পরে মেল পৌঁছানোর বদলে গ্রাহকরা দিনের দিন মেল পাবেন।

আরও পড়ুন- দীপাবলির আগে ভারতে রূপার দামে ব্যাপক উত্থান, নতুন রেকর্ড ছুঁল MCX Silver ও Gold

Advertisment

চাঁদপুর পোস্ট অফিসের সহকারি সুপারিন্টেন্ডেন্ট ললিত বোর্কার জানিয়েছেন, বামরাগড়, বৈরাগড় এবং সিরণচা তহশিলের মোট ২৭টি গ্রাম এই প্রাথমিক প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই এলাকাগুলিতে ঘন বন ও নদীর কারণে চলাচলে সমস্যা হয়। এমন জায়গায় ড্রোনের মাধ্যমে মেল সার্ভিস চালু করার কথা ভাবা হয়েছে। 

আরও পড়ুন- বিনিয়োগকারীরা চরম আতঙ্কে! বিদেশ মন্ত্রক কী বিশেষ সিদ্ধান্ত নিল?

ড্রোন প্রতি ডেলিভারিতে ৫-৭ কিলোগ্রাম পর্যন্ত মেল বহন করতে সক্ষম। Matheran-এ এই ধরনের ড্রোন সার্ভিস ইতিমধ্যেই সফলভাবে চালু করা হয়েছে। একইভাবে, গডচিরোলিতে ড্রোন ব্যবহারে মেল দ্রুত, নিরাপদ এবং সময়মতো পৌঁছনো সম্ভব হবে। এমনটাই মনে করছেন ইন্ডিয়া পোস্টের কর্তারা। 

আরও পড়ুন- কখন হবে ইয়ার্নিংস, কী বলছে বিশ্লেষকরা ও কোথায় পৌঁছতে পারে শেয়ার প্রাইস?

ড্রোন মেল ডেলিভারি শুরু করার জন্য চাঁদপুর পোস্ট অফিসের পক্ষ থেকে বিস্তারিত প্রস্তাবনা নাগপুরে পোস্টমাস্টার জেনারেলের আঞ্চলিক অফিসে পাঠানো হয়েছে। অনুমোদনের পরে প্রাথমিকভাবে নির্বাচিত গ্রামে এই সেবা চালু হবে। ড্রোন মেল ডেলিভারির ফলে শুধুমাত্র মেল পৌঁছানোর গতি বৃদ্ধিই পাবে না, বরং গ্রামীণ মানুষের সাথে শহরের যোগাযোগ আরও মজবুত হবে। শিক্ষাসামগ্রী, জরুরি নোটিশ, সরকারি চিঠি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র দ্রুত পৌঁছানো সম্ভব হবে।

আরও পড়ুন- বাণিজ্য নিয়ে আমেরিকা-চিন আকচাআকচি, ভারতের কি কোনও ক্ষতি হবে?

নকশাল প্রভাবিত এলাকায় নিরাপত্তার কারণে পোস্টম্যানদের কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। ড্রোনের ব্যবহার নিরাপত্তাজনিত ঝুঁকি কমাবে এবং পোস্টাল সেবা সবার জন্য সহজলভ্য হবে। এমনটাই আশা ইন্ডিয়া পোস্টের কর্তাদের। ভারতের ডাক বিভাগের এই উদ্যোগ প্রমাণ করে প্রযুক্তি ও উদ্ভাবন কীভাবে গ্রামীণ এবং দুর্গম এলাকায় জীবনকে সহজ করতে পারে। 

Post India