লকডাউনের শুরুতেই দেশের উড়ান সংস্থা ইন্ডিগো ঘোষণা করেছিল কর্মচারীদের বেতন কাটা হবে লকডাউন কালে। সেই সিদ্ধান্ত বদল করে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এপ্রিল মাসে পুরো বেতনই পাবেন সংস্থার প্রত্যেক কর্মচারী। সম্প্রতি কর্মচারীদের ইমেলে জানিয়ে দেওয়া হয়েছে সে তথ্য।
ইন্ডিগো সংস্থার একজিকিউটিভ কমিটির সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট অবশ্য স্বেচ্ছায় বেতনের নির্দিষ্ট অংশ কাটিয়ে নিয়েছেন। বাকি কর্মচারীরা প্রত্যেকেই বেতনক্রম মেনেই মাইনে পাবেন বলে সংস্থার তরফে আশ্বস্ত করা হয়েছে।
আরও পড়ুন, ৪ মে থেকে দেশে শুরু বিমান পরিষেবা, জেনে নিন সবচেয়ে সস্তা টিকিট কার
করোনা আবহে গত মাসের শুরু থেকেই টালমাটাল হয়ে উঠেছে দেশের অর্থনীতি। বড় সংস্থার মধ্যে ইন্ডিগোই প্রথম কর্মীদের বেতন ছাঁটাইয়ের কথা ঘোষণা করে।
ঘোষণা করা হয়েছিল ব্যান্ড এ এবং ব্যান্ড বি ছাড়া সমস্ত কর্মীদের পয়লা এপ্রিল থেকে বেতন ছাঁটাই করা হবে। ব্যান্ড সি, ডি, এবং সংস্থার উচ্চপদস্থ কর্ম কর্তাদের কাছ থেকে যথাক্রমে ৫, ১০ এবং ২৫ শতাংশ বেতন কাটা হবে। সংস্থার সর্ব নিম্ন বেতনভোগীরা ব্যান্ড এ এবং বি এর মধ্যে পড়েন।