গুঞ্জন ছিলই, আজ কার্যত স্পষ্ট হয়ে গেল তা। সরকারি বিমান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়াকে তুলে দেওয়া হবে বেসরকারি সংস্থার হাতে। বুধবার রাজ্যসভার প্রশ্নোত্তর পর্ব চলাকালে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরি এই কথা জানিয়েছেন। ঘোষণার সঙ্গে সঙ্গে অবশ্য তিনি জানান বেসরকারিকরণের পদ্ধতি সম্পন্ন হওয়া পর্যন্ত সমস্ত কর্মীর স্বার্থের কথা মাথায় রেখেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজ্যসভায় বিরোধী পক্ষের তরফে অভিযোগ উঠেছিল, সংস্থার প্রচুর বিমানচালক সময় মতো বেতন না পেয়ে চাকরি ছেড়েছেন। সেই অভিযোগ খারিজ করে মন্ত্রী পুরি জানিয়েছেন, "এয়ার ইন্ডিয়ার সমস্ত বিমানচালকের দেখভাল করা হচ্ছে এবং বেতন সংক্রান্ত বিষয়েও অন্যান্য বিমান সংস্থার তুলনায় তাদের অবস্থা তুলনামূলক ভালো"। বিমানচালকদের ইস্তফা প্রসঙ্গে তিনি বলেন, "আমার কাছে একজন বিমানচালকেরও ইস্তফার খবর নেই"।
আরও পড়ুন, ট্রেনে সফরকালে বাড়িতে চুরি? ক্ষতিপূরণ দেবে রেল
"সংস্থার চরম অর্থ সংকটের সময় এয়ার ইন্ডিয়ার বিভিন্ন স্তরের কর্মীদের ২৫ শতাংশ বেতন আটকে রাখতে বাধ্য হয়েছিল। বেসরকারিকরণ পদ্ধতি সম্পন্ন হওয়ার আগে সেই ২৫ শতাংশ বেতন যাতে সমস্ত কর্মীকে দিয়ে দেওয়া হয়, সেদিকে খেয়াল রাখবে সরকার", জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি। তার আগে একজন কর্মীও চাকরি খোয়াবেন না, এমন আশ্বাসও দেওয়া হয়।
সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "বেসরকারিকরণ না করলে আপনাদের এয়ার ইন্ডিয়াকে বন্ধ করে দিতে হবে"।