একের পর এক চমক দিচ্ছে জিও। বিনিয়োগের যেন ঢেউ উঠেছে মুকেশ আম্বানির সংস্থায়। আবারও বড়সড় বিনিয়োগকারী এনে রীতিমতো ধামাকা দিল জিও। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ১১ হাজার ৩৬৭ কোটি টাকার বিনিয়োগ করে জিও প্ল্য়াটফর্মে শামিল হয়েছে। জানা যাচ্ছে, এই বিনিয়োগে জিও প্ল্য়াটফর্মে ইক্য়ুইটি ভ্য়ালু ৪.৯১ লক্ষ টাকা ও এন্টারপ্রাইজ ভ্য়ালু ৫.১৬ লক্ষ কোটি টাকা।
এই বিনিয়োগের ফলে জিও-র ২.৩২ শতাংশ শেয়ারের মালিকানা পাবে সৌদি আরবের ওই সংস্থা। এই বিনিয়োগের ফলে জিও-র ঘরে এল মোট ১ লক্ষ ১৫ হাজার ৬৯৩.৯৫ কোটি টাকা।
আরও পড়ুন: কয়েক দশকের লকডাউন মুক্ত হল কয়লা ক্ষেত্র, খনির নিলাম উদ্বোধনে মন্তব্য় মোদীর
এর আগে, ফেসবুক, সিলভার লেক, ভিস্তা ইক্য়ুইটি পার্টনার্স, জেনারেল অটলান্টিক, কেকেআর, মুবাডালা, এডিআইএ, টিপিজি অ্য়ান্ড এল ক্য়াটার্টনের মতো নামী-দামী সংস্থা বিনিয়োগ করেছে মুকেশ আম্বানির সংস্থায়।
আরও পড়ুন: মারুতির নয়া নজির, টানা ১৬ বছর ধরে বেস্টসেলিং মডেল অল্টো
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ' বিশ্বব্য়াপী আর্থিক বিনিয়োগকারীদের সঙ্গে পার্টনারশিপ হয়েছে জিও-র। এ তালিকায় নয়া সংযোজন পিআইএফ-এর বিনিয়োগ। ভারতে ডিজিটাল সমাজ প্রতিষ্ঠায় দিশা দেখাবে সংস্থা''।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন