Advertisment

Sensex at 1 Lakh: বছর শেষেই সেনসেক্স ছাড়াতে পারে ১ লক্ষের সীমা, বিরাট ভবিষ্যদ্বাণী বিদেশি শিল্পপতির

Sensex at 1 Lakh: চিনও তাদের বাজার বৃদ্ধির ওপর জোর দিয়েছে। কিন্তু, তাতে ভারতীয় বাজারের ঊর্ধ্বগতি রোখা যাবে না। এমনটাই মত ক্যাপিটাল পার্টনার এলএলপির প্রতিষ্ঠাতা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Mark Mobius, Sensex, মার্ক মোবিয়াস, সেনসেক্স,

Mark Mobius-Sensex: মোবিয়াসের ভবিষ্যদ্বাণী ভারতীয় বিনিয়োগের বাজারে আশার ঝড় তুলেছে। (ছবি- টুইটার)

Mark Mobius-Sensex: এবছরের শেষেই ভারতের শেয়ার বাজার বিপুল ঊর্ধ্বগতি দেখতে পারে। এক লক্ষের সীমা অতিক্রম করতে পারে সেনসেক্স। এমনই ভবিষ্যদ্বাণী করলেন ক্যাপিটাল পার্টনার এলএলপির প্রতিষ্ঠাতা মার্ক মোবিয়াস। তিনি জানিয়েছেন, রিয়েল এস্টেট এবং কমোডিটি পণ্যের শেয়ার মূল্য বাড়বে। তার দৌলতেই বাড়বে ভারতীয় শেয়ার বাজারের সূচক। মোবিয়াস জানিয়েছেন, এই পরিস্থিতিতে তিনি বিনিয়োগকারী বিভিন্ন সংস্থাকে তিনি ভারতের বাজারে বিনিয়োগের পরামর্শই দিতে চান।    

Advertisment

চিন বিনিয়োগে জোর দিচ্ছে

মোবিয়াস জানিয়েছেন, গণপ্রজাতন্ত্রী চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ছোট ব্যবসাকে সাহায্য করার চেষ্টা চালাচ্ছেন। যা চিনের আর্থিক অবস্থার অগ্রগতি ঘটাবে। এতে চিনের বেঞ্চমার্ক সূচকেও উত্থান ঘটাবে। মোবিয়াসের কথায়, 'শি বলে আসছেন যে তিনি ছোট ব্যবসাকে সাহায্য করতে চান। এটা একটা ভালো লক্ষণ যে তিনি তাঁর অবস্থান পরিবর্তন করেছেন। আমরা চিনের শেয়ার বাজারের ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি। তাতে ভারতীয় শেয়ার বাজারের ক্ষতি হওয়ার বদলে লাভই হবে।' এমনটাই মনে করছেন মোবিয়াস। 

ভারতীয় শেয়ার বাজার

মোবিয়াস মনে করছেন, ভারতীয় নিয়ন্ত্রক সংস্থা সেবি বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চালাবে। তাতেও শেয়ার সূচক ১ লক্ষের সীমা ছাড়াবে বলেই তিনি মনে করছেন। মোবিয়াসের ধারণা, আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর শিল্পপতিরা ভারতীয় বাজারে প্রবেশ করায় ভারতীয় শিল্পক্ষেত্রে ব্যাপক অগ্রগতি ঘটবে। সেমিকন্ডাক্টর শিল্পের পাশাপাশি ফার্মা ক্ষেত্রেও ভারতীয় অর্থনীতির ব্যাপক অগ্রগতি ঘটবে বলেই তাঁর ধারণা। একইসঙ্গে নাগরিকদের সতর্ক করে দিয়ে মোবিয়াস জানিয়েছেন, ভারতীয় অর্থনীতির ঊর্ধ্বগতির কারণেই বাড়তে পারে সোনার দাম।    

আরও পড়ুন- ঔপনিবেশিক প্রভাব দূরীকরণ! বিরাট পরিবর্তন সশস্ত্রবাহিনীর

এর আগে অবশ্য অন্য একদল অর্থনীতিবিদ আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে ভারতীয় অর্থনীতির ওপর ফের চিন বড় প্রভাব ফেলতে পারে। তাতে ভারতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমনটা অতীতে দেখা গিয়েছে যে ভারতীয় বাজার ছেয়ে ফেলেছে চিনের পণ্য। কিন্তু, মোবিয়াস মনে করছেন, এবার আর এমনটা হওয়ার সম্ভাবনা নেই। 

 

 

 

India Investment Mark Mobius Sensex
Advertisment