প্রায় সাত মাস ধরে মন্দা চলছে গাড়ির বাজারে, ব্যাপক হারে কমেছে গাড়ির বিক্রি, ছাঁটাই হয়েছেন স্থায়ী অস্থায়ী বহু কর্মী। এবার সেই মন্দার শিকার হয়েছে ভারতের অন্যতম প্রধান গাড়ি নির্মাণ সংস্থা মারুতি সুজুকি। উৎসবের মরশুমে সাধারণত গাড়ির চাহিদা বেশি থাকে। কিন্তু এবছর সেই ছবি বদলে গেছে। বিপুলভাবে কমে গেছে গাড়ির চাহিদা। যে কারণে সাময়িকভাবে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিল মারুতি সুজুকি। টানা দু-দিন বন্ধ থাকবে গাড়ি তৈরি। জানা যাচ্ছে, গত ১০ বছরে প্রথমবার এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ভারতের সর্ববৃহৎ গাড়ি প্রস্তুতকারী এই কোম্পানি।
সংস্থার তরফে জানানো হয়েছে, হরিয়ানার মানেসর ও গুরুগ্রাম কারখানায় ৭ ও ৯ সেপ্টেম্বর গাড়ি তৈরির কাজ বন্ধ রাখা হবে। চলবে ‘নো প্রোডাকশন ডে’। তবে কেন এই চূড়ান্ত সিদ্ধান্ত, তা এখনও খোলসা করে জানায়নি সংস্থা। গাড়ির বাজার অবশ্য মনে করছে, অর্থনীতিতে মন্দা কোপ ফেলেছে মারুতি সুজুকির ব্যবসায়।
আরও পড়ুন: ৩০০০ টাকায় কিনে ফেলুন স্পোর্টি লুকের বাইক
৩৩.৯৯ শতাংশ উৎপাদন কমাতে হয়েছে অগাস্ট মাসে। মারুতি সুজুকি জানিয়েছে, এবছর অগাস্টে ১,১১,৩৭০ ইউনিট গাড়ি উৎপাদন করেছে তারা। গত বছরের তুলনায় এই সংখ্যা ৩৩.৯ শতাংশ কম। ২০১৮ সালে উৎপাদন ছিল ১,৬৮,৭২৫ ইউনিট। উল্লেখ্য, অগাস্ট মাসে দেশে মারুতির গাড়ির বিক্রি গত বছরের তুলনায় কমেছে প্রায় ৩৫.৯ শতাংশ। এবছর অগাস্ট মাসে মাত্র ৯,৪,৭২৮ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে তাদের। জুলাই মাসেও গাড়ির উৎপাদন কমেছে ২৫.১৫ শতাংশ।
Read the full story in English