সরকারের আয় বাড়াতে জ্বালানিতে বসল কৃষি সেস! আরও মহার্ঘ পেট্রোল-ডিজেল?

এছাড়া সয়াবিন ও সূর্যমুখী তেলে ২০ শতাংশ কৃষি সেস, এছাড়া সোনার উপরও বসছে ২.৫ শতাংশ কৃষি সেস, সেস বসছে তুলোর উপরেও।

এছাড়া সয়াবিন ও সূর্যমুখী তেলে ২০ শতাংশ কৃষি সেস, এছাড়া সোনার উপরও বসছে ২.৫ শতাংশ কৃষি সেস, সেস বসছে তুলোর উপরেও।

author-image
IE Bangla Web Desk
New Update

সরকারের আয়বৃদ্ধির মাধ্যমে রাজকোষে ঘাটতি কমাতে ডিজেলে লিটার পিছু ৪ টাকা কৃষি সেস এবং পেট্রোলে লিটারপিছু ২.৫ টাকা কৃষি সেস ধার্য করা হয়েছে। অর্থাৎ এর ফলে বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। এছাড়া সয়াবিন ও সূর্যমুখী তেলে ২০ শতাংশ কৃষি সেস, এছাড়া সোনার উপরও বসছে ২.৫ শতাংশ কৃষি সেস, সেস বসছে তুলোর উপরেও।

Advertisment

যদিও সেস বসলেও দাম বাড়ছে না পেট্রোপণ্যের এমটাই বলা হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের অবশ্য দাবি, সেস চাপালেও জ্বালানির দাম বাড়বে না৷ কারণ বাজেটে পেট্রোল- ডিজেলের উপরে শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন তিনি৷

আরও পড়ুন, বিধানসভা নির্বাচনের আগে বাজেটে কী পেল বাংলা? শূন্য হাতে রইল কোন কোন ক্ষেত্র?

এই সেস চাপানোর প্রস্তাব দিয়েছেনঅর্থমন্ত্রী৷ যদিও তাঁর আশ্বাস, 'এই সেস চাপালেও সাধারণ মানুষের উপরে যাতে অতিরিক্ত বোঝা না চাপে, সেটা আমরা খেয়াল রাখছি৷' এদিকে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে বাড়তে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম।

Advertisment

আরও পড়ুন, আয়করে নেই বড় ঘোষণা, কতটা সুবিধা পেল মধ্যবিত্তরা?

কোষাগারের ঘাটতি মেটাতে পেট্রোল-ডিজেলের উপরেই কর চাপানোই সরকারের কাছে আয় বৃদ্ধির সহজ পথ, এমনটাই মত অর্থনৈতিক মহলের। মনিতে পেট্রোল ও ডিজেল এখন প্রায় ৮৮-৯০ টাকার কোঠায় চলাফেরা করছে। এর সেস বসালে তা যে প্রায় একশো টাকা ছোঁবে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

petrol diesel price petrol diesel india union-budget-2021