Advertisment

মহার্ঘ রান্নার গ্যাস, চিন্তা বাড়লো মধ্যবিত্তের

সিলিন্ডার পিছু দাম বেড়েছে সাড়ে ২৫ টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
non subsidised domestic lpg cylinder and price increased

অগ্নিমূল্য রান্নার গ্যাস

ফের বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। সিলিন্ডার পিছু দাম বেড়েছে সাড়ে ২৫ টাকা। এই মূল্যবৃদ্ধির জেরে কলকাতায় ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম হল ৮৬১ টাকা। ফলে ফের চিন্তার ভাঁজ বাড়লো মধ্যবিত্তের কপালে। পাশাপাশি দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেরও। বর্তমানে প্রতি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা।

Advertisment

দিল্লির বাসিন্দাদের এখন থেকে ভর্তুকিহীন গ্যাস কিনতে দেওয়া হবে ৮৩৪ টাকা ৫০ পয়সা। মায়নগরী মুম্বইয়েও একই দামে সিলিন্ডার কেনা যাবে। তবে, চেন্নাইয়ের বাসিন্দাদের একটু বেশিতেই সিলিন্ডার কিনতে হবে। চেন্নাইয়ে এর দাম পড়বে ৮৫০ টাকা ৫০ পয়সা দিতে হবে। আহমেদাবাদে রান্নার গ্যাসের দাম হল ৮৪১ টাকা ৫০ পয়সা। উত্তরপ্রদেশে সিলিন্ডার কিনতে গেলে ৮৭২ টাকা ৫০ পয়সা দিতে হবে আম জনতাকে।

আরও পড়ুন- Coronavirus India Updates 1 July 2021: করোনায় দেশে দৈনিক মৃত্যু ফের হাজার পার, বাড়ল সংক্রমণও

চলতি মাসের শুরু থেকেই দেশে গ্যাল সিলিন্ডারের দাম বাড়ছে। যদিও এপ্রিলে তা ১০ টাকা কমানো হয়েছিল। কিন্তু, আজ, ১লা জুলাই ফের সিলিন্ডার পিছু দাম বাড়ানো হল। বিগত ছয় মাসে ভর্তুকিবিহীন গ্যাসের দাম বাড়লো ১৪০ টাকা।

দেশে পেট্রল-ডিজেলের দাম একাধিক শহরে সেঞ্চুরি হাঁকিয়েছে, এবার বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। ফলে গৃহস্থের মাথায় হাত। এর আঁচ সর্বত্র পড়বে ও মূল্য বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই জ্বালানির দাম বাড়ায় অগ্নিমূল্য হয়েছে বাজারদর, বাস-ট্যাক্সি সহ গণপরিবহনের ভাড়াও ঊর্ধবমুখী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

India LPG
Advertisment