Pakistan Gold Reserves News: দেউলিয়া অবস্থা। নিদারুণ অর্থ সঙ্কট। তার মধ্যেও জ্যাকপট পেয়েছে পাকিস্তান। মাটির নিচে বিপুল স্বর্ণভাণ্ডারের হদিশ পেয়েছে ভারতের পড়শি দেশ। এই কুবেরের খাজানার তথ্য ফাঁস করেছেন সেদেশের প্রাক্তন খনিমন্ত্রী। এই সোনা হাতে এলে পাকিস্তানের অর্থনীতির চাকা দৌড়বে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
সম্প্রতি, এই স্বর্ণভাণ্ডারের কথা ঘোষণা করেছেন পাক পাঞ্জাবে প্রদেশের প্রাক্তন মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ। তিনি জানিয়েছেন, মাটির গভীরে লুকিয়ে আছে ২৮ লক্ষ ভরি বা প্রায় ৩৩ টন হলুদ ধাতু। পাকিস্তানি রুপির হিসাবে যার বাজারমূল্য আনুমানিক ৮০ হাজার কোটি টাকা।
স্বর্ণভাণ্ডারের হদিশ মেলার খবরটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুরাদ। তিনি লেখেন, ৩২ কিলোমিটার এলাকা জুড়ে সোনার খনি বিস্তৃত। তিনি আরও জানিয়েছেন, স্বর্ণভাণ্ডারের হদিশের বিষয়টি পাকিস্তানের জিওলজিক্যাল সার্ভের বৈজ্ঞানিক রিপোর্টে বলা হয়েছে। শুধু সোনাই নয়, পাক পাঞ্জাবে আরও প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে বলে রিপোর্টে উল্লেখ।
মুরাদ দাবি করেছেন, মোট ১২৭টি এলাকা থেকে আলাদা আলাদা করে নমুনা সংগ্রহ করেছএন পাক ভূতাত্ত্বিক সমীক্ষার আধিকারিকরা। সেগুলি বিশ্লেষণ করে এই বিপুল স্বর্ণভাণ্ডারের রিপোর্ট তৈরি করা হয়েছে। আগামী দিন ওই সোনা উত্তোলন হল পাক অর্থনীতির সুদিন আসবে। কর্মসংস্থান থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক উপকার হবে।
আরও পড়ুন সীমান্ত অস্থিরতার মাঝে দেড়লক্ষ কোটি টাকার সামরিক চ্যুক্তি, শত্রু পক্ষের ঘুম উড়িয়ে সেনার হাতে আরও অত্যাধুনিক অস্ত্র
বর্তমানে পাকিস্তানে বেকারত্বের হার ভারত বা বাংলাদেশের থেকে অনেক বেশি। রক্ষণশীল সমাজের কারণে এদেশে মেয়েরা ঘরের বাইরে গিয়ে চাকরি বা ব্যবসা করবে সে সুযোগ কম। গত এক দশকে পাকিস্তানে বেকারত্বের হার ১.৫ শতাংশ বেড়েছে। এখন মোট বেকারত্বের হার ৭ শতাংশ। তবে এই বিরাট স্বর্ণভাণ্ডারের হদিশ মেলায় পাকিস্তানের হাল শুধরোতে পারে বলে মনে করছে সেদেশের অর্থনীতিবিদরা।
এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণখনির মালিকানা ছিল দক্ষিণ আফ্রিকার কাছে। সেদেশের সাউথ ডিপ খনিতে রয়েছে ৯০০ টন সোনা। কিন্তু সেই মুকুট এবার উঠতে চলেছে চিনের মাথায়। কারণ চিনের হুনান প্রদেশে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণখনি আবিষ্কার হয়েছে। আনুমানিক ১ হাজার টন সোনা মাটির নিচে ২ কিলোমিটার গভীরে ছড়ানো রয়েছে।