Advertisment

Indian Defense News: সীমান্ত অস্থিরতার মাঝে দেড়লক্ষ কোটি টাকার সামরিক চ্যুক্তি, শত্রু পক্ষের ঘুম উড়িয়ে সেনার হাতে আরও অত্যাধুনিক অস্ত্র

Indian Defense News: ১.৫ লক্ষ কোটি টাকার চুক্তি! শত্রু পক্ষের ঘুম উড়িয়ে মোদী সরকার সেনাবাহিনীর শক্তি বাড়াতে আমদানি করতে চলেছে ভয়ানক অস্ত্র, যুদ্ধবিমান, সাবমেরিন, হেলিকপ্টার,সহ অত্যাধুনিক রণতরী।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian Defense News:

সীমান্ত অস্থিরতার মাঝে দেড়লক্ষ কোটি টাকার সামরিক চ্যুক্তি, শত্রু পক্ষের ঘুম উড়িয়ে সেনার হাতে আরও অত্যাধুনিক অস্ত্র Photograph: (ফাইল ছবি)

Indian Defense News: ১.৫ লক্ষ কোটি টাকার চুক্তি!  শত্রু পক্ষের ঘুম উড়িয়ে মোদী সরকার সেনাবাহিনীর শক্তি বাড়াতে আমদানি করতে চলেছে  ভয়ানক অস্ত্র, যুদ্ধবিমান, সাবমেরিন, হেলিকপ্টার,সহ অত্যাধুনিক রণতরী।  

Advertisment

কেন্দ্রের মোদী সরকার ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের চারটি বড় প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে চলেছে। এর মধ্যে রয়েছে ফ্রান্সের সাথে ২৬টি রাফালে-মেরিন যুদ্ধবিমানের চুক্তি। ৩১ মার্চ শেষ হওয়া অর্থবর্ষের আগেই মোদী সরকার ৪টি প্রধান প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা করেছে। 

ভারতীয় নৌবহরে যুদ্ধবিমান, সাবমেরিন, হেলিকপ্টার এবং কামান অন্তর্ভুক্ত করার জন্য ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের চুক্তির পথে এগোতে চলেছে মোদী সরকার। এটি ভারতের সশস্ত্র বাহিনীর ক্ষমতা ও দক্ষতাকে বহুগুণে বৃদ্ধি করবে। 

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, ভারত শীঘ্রই ফ্রান্সের সাথে প্রায় ৬৩,০০০ কোটি টাকা মূল্যের ২৬টি রাফালে-মেরিন যুদ্ধবিমান সরাসরি অধিগ্রহণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে ভারত। এই চুক্তির মধ্যে রয়েছে নৌবাহিনীর জন্য ২২টি সিঙ্গেল আসন বিশিষ্ট সামুদ্রিক জেট এবং চারটি দুই- আসন বিশিষ্ট ট্রেনিং  বিমান।  এই চুক্তিটি মন্ত্রিসভা কমিটির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Advertisment

প্রধানমন্ত্রী মোদী ১১ এবং ১২ ফেব্রুয়ারি AI শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য ফ্রান্স সফর করবেন। এই সময়ে তিনি ফ্রান্সের সাথে ৩৮,০০০ কোটি টাকার আরেকটি চুক্তি স্বাক্ষর করবেন। এই চুক্তির আওতায়, ভারত আরও তিনটি স্করপিন ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন কেনার পরিকল্পনা করেছে।

এর পাশাপাশি, ভারত সরকার ১৫৬টি লাইট ওয়েট হেলিকপ্টারের জন্য প্রায় ৫৩,০০০ কোটি টাকা এবং ৩০৭টি দেশীয় অ্যাডভান্সড টোয়েড আর্টিলারি গান সিস্টেমের (ATAGS) জন্য ৮,৫০০ কোটি টাকা চুক্তি করতে চলেছে। হেলিকপ্টারগুলি সিয়াচেন হিমবাহ এবং পূর্ব লাদাখের মতো অঞ্চলের জন্য কেনা হচ্ছে। 

Indian army modi
Advertisment