পয়লা এপ্রিলের আগেই আধার এবং প্যান লিঙ্ক করাতে হবে দেশের প্রতিটি নাগরিককে, রবিবার এক বিবৃতিতে জানিয়েছে আয়কর দফতর।
সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (সিবিডিটি) প্যান এবং আধার লিঙ্কের মেয়াদ বাড়িয়ে ৩১ মার্চ করেছে।প্রসঙ্গত, আয়কর দফতরের নীতি রূপায়ণের দায়িত্বে থাকে সিবিডিটি। এই নিয়ে সাত বার বাড়ানো হল প্যান আধারের লিঙ্কের সময়সীমা।
২০১৮ সালে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আয়কর ফাইল করার জন্য এবং প্যান কার্ড পাওয়ার জন্য আধার কার্ড বাধ্যতামূলক। আয়কর আইনের ১৩৯ এএ ধারা অনুযায়ী ২০১৭-এর পয়লা জুলাই থেকে যাদের প্যান কার্ড রয়েছে এবং আধার কার্ড পাওয়ার যোগ্য, তাঁদের আয়করকে আধার নম্বর জানানো বাধ্যতামূলক।
ঘরে বসেই ইনকামট্যাক্স ই ফাইলিং পোর্টালের মাধ্যমে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতে পারবেন আপনি। পোর্টাল খোলার পর “link Aadhaar”-এ ক্লিক করলে, নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে যথাস্থানে আপনার আধার নম্বর ও প্যান কার্ডের নম্বর ও নাম নথিভুক্ত করুন। পাশাপাশি আধারে যদি জন্মতারিখের উল্লেখ থাকে তাহলে ক্লিক করুন চেক বক্সে। তারপর স্ক্রিনে আসা ক্যাপচা যথা স্থানে লিখে ফেলুন। এছাড়া বেছে নিতে পারেন ওয়ান টাইম পাসওয়ার্ড পদ্ধতিও। তারপর ক্লিক করুন ‘লিঙ্ক আধার’-এ ।
আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট অুযায়ী (incometaxindia.gov.in ), একাধিক উপায়ে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা সম্ভব। কী কী উপায়ে এই কাজটি সম্পন্ন করা যাবে, সেই তালিকাও করে রেখেছে আয়কর বিভাগ। এসএমএস পরিষেবা, ই-ফাইলিং ইনকামট্যাক্স পোর্টাল এবং আইটিআর-এর মাধ্যমে লিঙ্কিং করা যাবে।
How to link PAN with Aadhaar for filing of income tax return online
ঘরে বসেই ইনকামট্যাক্স ই ফাইলিং পোর্টালের মাধ্যমে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতে পারবেন আপনি। পোর্টাল খোলার পর “link Aadhaar”-এ ক্লিক করলে, নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে যথাস্থানে আপনার আধার নম্বর ও প্যান কার্ডের নম্বর ও নাম নথিভুক্ত করুন। পাশাপাশি আধারে যদি জন্মতারিখের উল্লেখ থাকে তাহলে ক্লিক করুন চেক বক্সে। তারপর স্ক্রিনে আসা ক্যাপচা যথা স্থানে লিখে ফেলুন। এছাড়া বেছে নিতে পারেন ওয়ান টাইম পাসওয়ার্ড পদ্ধতিও। তারপর ক্লিক করুন ‘লিঙ্ক আধার’-এ ।
Income tax return (ITR)
আয়কর রিটার্ন (আইটিআর) অনলাইনে (ই-ফাইলিং) জমা দেওয়ার সময়ও প্যানের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করার অনুরোধ জমা দিতে পারেন। আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, ই-ফাইলিংয়ের লিঙ্কটি NSDL (tin-nsdl.com)UTIITSL (utiitsl.com) আয়করের ই-ফাইলিং পোর্টালের ওয়েবসাইটে পাওয়া যাবে।
Link Aadhaar to PAN card via SMS
UIDPAN লিখে তারপর স্পেস দিয়ে ১২ সংখ্যার আধার নম্বর তারপর আবার স্পেস দিয়ে ১০ সংখ্যার প্যান নম্বর লিখে পাঠিয়ে দিন ৫৬৭৬৭৮ অথবা ৫৬১৬১ নম্বরে। এ ক্ষেত্রেও সংযুক্তিকরণ সম্পন্ন হবে সহজেই।
UIDPAN
উদাহরণ হিসাবে UIDPAN 444555666777 BBBCA3333J
পুরো পদ্ধতি জানতে ক্লিক করুন এখানে