Advertisment

জ্বালানির জ্বালা, ২ বছরে সবথেকে চড়া পেট্রোল, দামি ডিজেলও

শনিবার লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ২৭ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ২৫ পয়সা।

author-image
IE Bangla Web Desk
New Update
petrol price, পেট্রোল ডিজেল

প্রতীকী ছবি।

জ্বালানির যন্ত্রণায় একেবারে নাজেহাল দশা আম-আদমির। বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। দিল্লিতে গত ২ বছরে প্রথমবার লিটার প্রতি পেট্রোলের দাম ৮৩ টাকা পার করল। পেট্রোলের সঙ্গে পাল্লা দিয়ে দাম চড়েছে ডিজেলেরও।

Advertisment

শনিবার লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ২৭ পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম বেড়েছে ২৫ পয়সা। দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৮৩.১৩ টাকা। আগে রাজধানীতে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৮২.৮৬ টাকা।

আরও পড়ুন: অর্থনীতি ঘুরে দাঁড়াবে অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে, আশ্বাস সরকারের

রাজধানীতে লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৩.৩২ টাকা। দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৭৩.০৭ টাকা।

শুক্রবার মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়ায় ৮৯.৭৮ টাকা। মায়ানগরীতে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৮৯.৫২ টাকা। মুম্বইয়ে লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৯.৯৩ টাকা। বাণিজ্য়নগরীতে লিটার প্রতি ডিজেলের দাম ছিল ৭৯.৬৬ টাকা।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

petrol diesel price
Advertisment