Advertisment

করোনা ক্ষত সামলাতে স্বল্প সঞ্চয়ে সুদের হারে বিপুল হ্রাস

এক বছর থেকে পাঁচ বছরের মেয়াদি আমানত, পাঁচ বছরের রেকারিং ডিপোজিট, সিনিয়র সিটিজ়েন সেভিংস স্কিম, মাসিক আয় প্রকল্প, এনএসসি, কেভিপি, পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধি যোজনা, সবগুলিরই সুদের হার এক ধাক্কায় কমছে।

author-image
IE Bangla Web Desk
New Update
rbi rs 2000 note

আরবিআই

বিগত এক বছর ধরেই ধুকছে দেশের অর্থনীতি। এই অবস্থায় পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে করোনা আবহে। টালমাটাল হওয়া অর্থনীতিকে সামাল দিতে দেশের আমজনতার কপালের ভাঁজ বাড়িয়ে স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বিপুল কমাল কেন্দ্র।  সেভিংস অ্যাকাউন্ট ছাড়া সব প্রকল্পেই এপ্রিল-জুন ত্রৈমাসিকে সুদের হার ৭০ থেকে ১৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমল।

Advertisment

মঙ্গলবার রাতে নতুন অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জন্য স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার ঘোষণা করেছে কেন্দ্র। এক বছর থেকে পাঁচ বছরের মেয়াদি আমানত, পাঁচ বছরের রেকারিং ডিপোজিট, সিনিয়র সিটিজ়েন সেভিংস স্কিম, মাসিক আয় প্রকল্প, এনএসসি, কেভিপি, পিপিএফ ও সুকন্যা সমৃদ্ধি যোজনা, সবগুলিরই সুদের হার এক ধাক্কায় কমছে। ফলে ধাক্কা খাবে স্বল্প সঞ্চয় প্রকল্প নির্ভর প্রবীণদের আয়। পিপিএফে যে সব চাকরিজীবী টাকা রাখেন, তাঁদের সুদ বাবদ আয়েও টান পড়বে।

আরও পড়ুন, চাকরি বাজারে কোভিড কামড়! কোথাও কর্মী ছাটাই, কোথাও কমল বেতন

" width="640" height="360" allowfullscreen="allowfullscreen" data-mce-fragment="1">

কোন প্রকল্পে কত হল সুদের হার, দেখে নিন এক নজরে

পিপিএফ: এতদিন ছিল ৭.৯ শতাংশ, পরিবর্তিত সুদের হার হল ৭.১ শতাংশ

কিষাণ বিকাশ পত্র: এতদিন ছিল ৭.৬ শতাংশ, পরিবর্তিত সুদের হার হল হল ৬.৯ শতাংশ

সুকন্যা সমৃদ্ধি যোজনা: এতদিন ছিল ৮.৪ শতাংশ, পরিবর্তিত সুদের হার হল হল ৭.৬ শতাংশ

সিনিয়র সিটিজেন্স সেভিংস স্কিম: এতদিন ছিল ৮.৬ শতাংশ, পরিবর্তিত সুদের হার হল হল ৭.৪ শতাংশ

এনএসসি: এতদিন ছিল ৭.৯ শতাংশ, পরিবর্তিত সুদের হার হল হল ৬.৮ শতাংশ

এমআইএস: এতদিন ছিল ৭.৬ শতাংশ, পরিবর্তিত সুদের হার হল হল ৬.৬ শতাংশ

আমজনতা বা প্রবীণ নাগরিকদের জন্য কেন্দ্রের এই সিদ্ধান্ত মোটেও স্বস্তিদায়ক নয়, তা সত্ত্বেও অর্থমন্ত্রকের দাবি, এই সিদ্ধান্ত কেন্দ্রের পক্ষে সাহসী পদক্ষেপ। কারণ বাণিজ্যিক ব্যাঙ্কগুলির দাবি ছিল, শীর্ষ ব্যাঙ্ক সুদ কমালেও তার সঙ্গে তাল মিলিয়ে তাদের পক্ষে ঋণের সুদ কমানো সম্ভব হচ্ছিল না।

Read the full story in  English

Advertisment