Advertisment

অর্থনীতিতে করোনার প্রভাব কতোটা, নজর রাখছে আরবিআই

প্রাথমিক ভাবে চিন দেশ থেকে করোনা ভাইরাসের আক্রমণ শুরু হলেও ক্রমশ তা ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়। পৃথিবীর ৭০ টি দেশে মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনার আক্রমণে একদিকে যেমন বাড়ছে মৃতের সংখ্যা, একই সঙ্গে বিশ্ব জুড়ে ছড়াচ্ছে করোনা আতঙ্ক। এই পরিস্থিতিতে বেশ কিছুটা প্রভাব পড়ছে আন্তর্জাতিক অর্থনীতির ওপর। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই এই প্রসঙ্গে জানিয়েছে আন্তর্জাতিক বাজারে করোনা ভাইরাসের প্রভাবের ওপর নজর রাখছে তাঁরা।

Advertisment

আরও পড়ুন: ‘আতঙ্কের কিছু নেই’, করোনা নিয়ে আশ্বাস মোদীর

রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি সাংবাদিক বিবৃতিতে জানানো হয়েছে "বিশ্বজুড়ে করোনার আক্রমণের ফলে আন্তর্জাতিক অর্থনীতি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এই অবস্থায় বৃহত্তর আর্থিক সংকটের হাত থেকে বাঁচতে এক দেশের সঙ্গে অন্য দেশের মজবুত সমন্বয়ের দরকার"।

আরও পড়ুন, করোনা আতঙ্কে শেয়ার বাজারে ধস

প্রাথমিক ভাবে চিন দেশ থেকে করোনা ভাইরাসের আক্রমণ শুরু হলেও ক্রমশ তা ছড়িয়ে পড়েছে সারা দুনিয়ায়। পৃথিবীর ৭০ টি দেশে মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৮৯০০০। ভারতে এই ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বর্তমানে পাঁচ।

Read the full story in English 

Advertisment