মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং জিডিপি বৃদ্ধির হার ঠিক রাখতে রেপো রেট ৪ শতাংশ ও রিজার্ভ রেপো রেট ৩.৩৫ শতাংশে অপরিবর্তিত রাখল আরবিআই। চলতি অর্থবর্ষে জিডিপি-র হারও আপগ্রেড করেছে আরবিআই। দেশের শীর্ষ ব্যাঙ্কের এই ইতিবাচক খবরের পরেই প্রথমবারের জন্য ৪৫ হাজারের গণ্ডি ছুঁল বম্বে স্টক এক্সচেঞ্জ।
Advertisment
আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানা অর্থনীতিতে যাথে যথেষ্ট টাকার জোগান থাকে, তার জন্য সঠিক সময়ে বিভিন্ন পদক্ষেপ নেবে আরবিআই। ত্রৈমাসিক অর্থনৈতিক নীতি বিষয়ক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন আর্থিক ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে তাই আগামী কোয়ার্টার থেকেই জিডিপি-র হার ইতিবাচক হবে এই আশ্বাস দেন তিনি।
তিনি এও বলেন, আর্থিক এই ক্ষেত্রে যাতে লগ্নি ও টাকা জমার বিষয়টি ঠিক থাকে তা সঠিকভাবে দেখভাল করবে দেশের শীর্ষ ব্যাঙ্ক। এর আগে আরবিআইয়ের তরফে জানান হয়েছিল যে জিডিপি সাড়ে সাত শতাংশ সংকুচিত হবে। তবে তা এবার সাড়ে নয় শতাংশ সংকুচিত হবে এমন পরিসংখ্যানটি আপগ্রেড করা হয়েছে এবার।