Advertisment

রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক

যে হারে দেশের ব্যাঙ্কগুলোকে ঋণ দেয় আরবিআই, তাকে বলে রেপো রেট। আর যে হারে ব্যাঙ্কের কাছ থেকে টাকা ধার নেয়, তাকে বলে রিভার্স রেপো রেট। 

author-image
IE Bangla Web Desk
New Update
rbi rs 2000 note

আরবিআই

ব্যাঙ্কের রেপো রেট ৫.১৫ শতাংশে অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ২০১৯-২০২০ অর্থবর্ষের এটি দ্বিতীয় দ্বিমাসিক আর্থিক বৈঠক, যার পর রেপো রেট অপরিবর্তিত রাখা হল।

Advertisment

রিভার্স রেপো রেটও ৪.৯ শতাংশে অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাঙ্ক। মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট (এমএসএফ) ৫.৪ শতাংশই রইল।

যাবতীয় রেট অপরিবর্তিত থাকার কথা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

আরও পড়ুন, সমবায় ব্যাঙ্কের হাতে আরও বেশি ক্ষমতা, মন্ত্রিসভায় প্রস্তাব পাশ

যে হারে দেশের ব্যাঙ্কগুলোকে ঋণ দেয় আরবিআই, তাকে বলে রেপো রেট। আর যে হারে ব্যাঙ্কের কাছ থেকে টাকা ধার নেয়, তাকে বলে রিভার্স রেপো রেট।

এর আগে ফেব্রুয়ারি থেকে অক্টোবর,২০১৯ এর মধ্যে আরবিআই রেপো রেট কমিয়েছিল ১৩৫ বেসিস পয়েন্ট।

সদ্য পেশ হওয়া বাজেট প্রস্তাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন আসন্ন অর্থবর্ষে ১০ শতাংশ জিডিপি বৃদ্ধির সম্ভাবনা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
RBI
Advertisment