ইতিহাসই বলা চলে। সোমবার অন্তর্বতী বাণিজ্য (ইন্ট্রাডে ট্রেড) চলাকালীনই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর শেয়ারের দর ছুঁল সর্বোচ্চ। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই)-এ মুকেশ আম্বানির কোম্পানির শেয়ার উঠল ৩.৫ শতাংশ।
একদিন আগেই রিলায়েন্স সংস্থার জিও প্ল্যাটফর্মে ৭৩০ কোটি টাকা লগ্নি করে ০.১৫ শতাংশ শেয়ার কিনেছে কোয়ালোকম ভেঞ্চার। লকডাউন চলাকালীনই একাধিক বিদেশি বিনিয়োগ হয়েছে রিলায়েন্সের জিও প্ল্যাটফর্মে। কোয়ালোকম ভেঞ্চার সেই বিদেশি লগ্নিকারীদের মধ্যে দ্বাদশতম লগ্নি সংস্থা।
আরও পড়ুন, স্বাভাবিক হচ্ছে ভারতের অর্থনীতি, আশ্বাস আরবিআই গভর্নরের
এই প্রথম কোনও বৃহত্তর সংস্থার বাজারমূল্যে ১২ লক্ষ কোটি টাকা পার করল ভারতের শেয়ার বাজারে। সকাল ১১টা ৩৫ মিনিটে রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের মোট বাজার মূলধন ছিল ১২ লক্ষ ২৫ হাজার ৪৭০.২৮ কোটি। এমনটাই জানা গিয়েছে বিএসই-এর তরফে।
শুক্রবার শেয়ার মার্কেট বন্ধ হওয়ার সময়ই সর্বোচ্চ দর উঠেছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ারের। লকডাউনের সময় শেয়ার মার্কেটে যেখানে একের পর এক সংস্থা ধসের মুখে সেখানে মুকেশের সংস্থার এমন ইতিহাস তৈরি অভূতপূর্ব ঘটনা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Read the story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন