Advertisment

Rule Changes: অক্টোবর থেকে নিয়মে বিরাট বদল, LPG-এর দাম থেকে PPF অ্যাকাউন্ট বড় সিদ্ধান্ত সরকারের

Rule Changes from October 1: ১ লা অক্টোবর থেকে বড় পরিবর্তন হবে এই ৫টি নিয়মের! এলপিজির দাম থেকে সুকন্যা সমৃদ্ধি, একাধিক নিয়মে আনা হচ্ছে বিরাট রদবদল। দেখুন সম্পূর্ণ তালিকা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
rule changes

অক্টোবরের শুরু থেকেই অনেক নিয়মে আসতে চলেছে বড়সড় বদল।

Rule Changes from October 1: ১ লা অক্টোবর থেকে বড় পরিবর্তন হবে এই নিয়মের! এলপিজির দাম থেকে সুকন্যা সমৃদ্ধি, একাধিক নিয়মে আনা হচ্ছে বিরাট রদবদল। দেখুন সম্পূর্ণ তালিকা।

Advertisment

সেপ্টেম্বর মাস শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। অক্টোবরের শুরু থেকেই অনেক নিয়মে আসতে চলেছে বড়সড় বদল। TRAI,শেয়ার বাজার এবং ব্যাঙ্কিং সংক্রান্ত অনেক নতুন নিয়মের বদল আসতে চলেছে আগামী ১ অক্টোবর থেকে।  

আগামী অক্টোবর থেকে এলপিজি গ্যাসের দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ড লেনদেন সংক্রান্ত নিয়মে আনা হচ্ছে আমূল বদল। একই সঙ্গে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিছু রদবদল আনা হতে পারে। 

গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রতি মাসে আপডেট করা হয়। ১ অক্টোবর থেকে এলপিজির দাম বাড়তে বা কমতে পারে। এর পাশাপাশি পিএনবি সেভিংস অ্যাকাউন্টেও কিছু পরিবর্তন করতে পারে।

বোনাস ক্রেডিট নিয়ম

SEBI স্টক মার্কেট বোনাস ক্রেডিট সম্পর্কিত নিয়মও ঘোষণা করেছে। আগামী ১ অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। SEBI শেয়ার ক্রেডিট সময় ২ দিন কমিয়ে দিয়েছে। এর পর এখন রেকর্ড ডেট থেকে দুই দিনের মধ্যে বোনাস শেয়ার দেওয়া হবে।

TRAI নিয়মে পরিবর্তন

১ অক্টোবর থেকে, TRAI 4G এবং 5G নেটওয়ার্কের মান উন্নত করতে কিছু পরিবর্তন করতে চলেছে। Jio,  Airtel, BSNL এবং অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে এই নতুন নিয়ম মানতে হবে। কেউ নিয়ম ভঙ্গ করলে জরিমানাও করা হবে।

সুকন্যা সমৃদ্ধি যোজনা

এই প্রকল্পের অধীনে, দাদু-দিদিমা'রা তাদের নাতি-নাতনিদের জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খুলতে পারতেন।   ১ অক্টোবর থেকে শুধুমাত্র অভিভাবকরাই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। 

PPF এর তিনটি নিয়ম

১ অক্টোবর থেকে কেন্দ্রীয় সরকারের পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও নতুন নিয়ম প্রযোজ্য হবে। কেন্দ্র পিপিএফ নিয়ে ৩টি নতুন নিয়ম করেছে। অ্যাকাউন্টধারীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সুদ পাওয়া যাবে না।

গঙ্গার তলায় মেট্রোয় চড়ে এবার হবে ঠাকুর দেখা, পুজোয় রয়েছে চমকের ছড়াছড়ি

ট্যাক্স সম্পর্কিত পরিবর্তন

আয়কর আইনে সংশোধনী: আয়কর আইনে অনেক সংশোধনী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। একটি বড় সংশোধনী হল আয়কর ছাড়ের সীমা বাড়ানো হয়েছে। এখন, ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য আয়কর ছাড়ের সীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে। পাশাপাশি ১লা অক্টোবর থেকে সমস্ত ডেবিট এবং ক্রেডিট কার্ড লেনদেনের উপর কর আরোপ করা হবে। এই কর শুধুমাত্র ৫০ লক্ষ টাকার উপরে লেনদেনের উপর আরোপ করা হবে।

ব্যাংকিং সম্পর্কিত পরিবর্তন

ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুদের হার বাড়বে: আগামী ১ অক্টোবর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুদের হার বাড়বে বলে আশা করা হচ্ছে। RBI সম্প্রতি রেপো রেট ০.৫০% বাড়িয়েছে, যার ফলে বাড়তে পারে ব্যাঙ্কগুলি্র সুদের হার।  

ক্রেডিট কার্ডের লেনদেনে সুদের হার বাড়বে: আগামী ১ অক্টোবর থেকে ক্রেডিট কার্ডের লেনদেনে সুদের হার বাড়বে বলে আশা করা হচ্ছে। RBI সম্প্রতি RLR (রেপো রেট লিঙ্কড রেট) 0.50% বাড়িয়েছে, ক্রেডিট কার্ড লেনদেনে সুদের হারের সম্ভাবনা বাড়িয়েছে।

নগদ লেনদেনে নিষেধাজ্ঞা: ১ অক্টোবর থেকে ২ লাখ টাকার বেশি নগদ লেনদেনের উপর নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞা বিক্রয়, ক্রয় এবং লেনদেন সহ সকল প্রকার লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

শিক্ষা ঋণের সুদের হার বাড়বে: আগামী ১ অক্টোবর থেকে শিক্ষা ঋণের সুদের হার বাড়বে বলে আশা করা হচ্ছে। RBI সম্প্রতি RLR 0.50% বাড়িয়েছে, যার কারণে শিক্ষা ঋণের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে।

 

business-news
Advertisment