/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/sbi-759.jpg)
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই-তে অ্যাকাউন্ট রয়েছে কম বেশি সবারই। তবে সবারই যে এক ধরনের অ্যাকাউন্ট থাকবে, তা তো নয়। বিভিন্ন রকমের অ্যাকাউন্ট হয়। এবং একেক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার নিয়ম রীতিও আলাদা।
সম্প্রতি সেভিংস অ্যাকাউন্টে ১ লক্ষ টাকার নীচে ব্যালেন্স থাকলে সুদের হার কমিয়ে ৩.২৫ শতাংশ করেছে এসবিআই। গত ১ নভেম্বর থেকেই লাগু হয়েছে নতুন সুদের হার। স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সারা বছর নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যাকাউন্টে রাখতেই হয়। কার কী ধরনের অ্যাকাউন্ট, তার ওপর নির্ভর করে, ন্যূনতম কত টাকা রাখতে হবে। মেট্রো শহর, উপশহর এবং গ্রামাঞ্চলের জন্য ন্যূনতম ব্যালেন্সের পরিমাণ আলাদা আলাদা।
২) শহরাঞ্চলের অ্যাকাউন্ট হলে ন্যূনতম ২০০০ টাকা রাখতে হবে।
৩) গ্রামাঞ্চলের অ্যাকাউন্ট হলে ন্যূনতম ১০০০ টাকা রাখতে হবে।
৪) স্টেট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকলে মেট্রো এবং শহরাঞ্চলে ১০ থেকে ১৫ টাকা পণ্য এবং পরিষেবা কর দিতে হয়।
৫) উপশহরাঞ্চল অর্থাৎ সেমি আর্বান অঞ্চলে সাড়ে সাত টাকা থেকে ১২ টাকা পন্য ও পরিষেবা কর দিতে হবে ন্যূনতম ব্যালেন্স না থাকলে।
৬) গ্রামাঞ্চলে সেমি আর্বান অঞ্চলে ৫ টাকা থেকে ১০ টাকা পণ্য ও পরিষেবা কর দিতে হবে ন্যূনতম ব্যালেন্স না থাকলে