১৫ দিনের মধ্যে দু'বার। ফিক্সড ডিপোজিটে ফের সুদের হার কমাল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ভারতীয় স্টেট ব্যাঙ্ক। অগস্ট মাসের ১ তারিখেই এক দফা সুদ কমিয়েছিল এসবিআই। ফের ২৬ অগস্ট থেকে নতুন সুদের হার কার্যকর হয়েছে। ৯ সেপ্টেম্বর ফের স্থায়ী আমানতে সুদের হার কমানোর ঘোষণা করল সংশ্লিষ্ট ব্যাঙ্ক। ১০ সেপ্টেম্বর থেকেই কার্যকর হচ্ছে পরিবর্তিত সুদের হার। এক বছরের মধ্যে পাঁচবার সুদ কমাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
২৬ অগস্ট থেকে ১৮০ দিন থেকে ২১০ দিন স্থায়ী আমানতে পর্যন্ত সুদের হার কমে হয়েছিল ৬ শতাংশ। ১০ সেপ্টেম্বর থেকে তা কমে হবে ৫.৮০ শতাংশ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই হার ৬.৫০ শতাংশ থেকে কমে হচ্ছে ৬.৩০ শতাংশ।
আরও পড়ুন, এখন অনলাইনেই তুলতে পারবেন পিপিএফ-এর টাকা, জানুন কীভাবে?
নতুন নিয়ম অনুযায়ী কী দাঁড়াল পরিবর্তিত সুদের হার?
৭থেকে ৪৫ দিনের ডিপোজিট
নতুন হার-৪.৫ শতাংশ
৪৬ থেকে ১৭৯ দিনের ডিপোজিট
নতুন হার- ৬ শতাংশ
১৮০ থেকে ২১০ দিনের ডিপোজিট
নতুন হার- ৫.৮০ শতাংশ
২১১ দিন থেকে ১ বছরের কম পর্যন্ত ডিপোজিট
নতুন হার- ৬.৩ শতাংশ
১ বছর থেকে ২ বছরের কম সময় পর্যন্ত ডিপোজিট
বর্তমান হার- ৭ শতাংশ
২ থেকে ৩ বছরের কম সময় পর্যন্ত ডিপোজিট
নতুন হার- ৬.৭৫ শতাংশ
৩ বছর থেকে ৫ বছরের কম সময় পর্যন্ত ডিপোজিট
নতুন হার- ৬.৭৫ শতাংশ
৫ থেকে ১০ বছর সময় পর্যন্ত ডিপোজিট
নতুন হার- ৬.৭৫ শতাংশ
দফায় দফায় ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানোয় রীতিমত আশঙ্কাগ্রস্ত সাধারণ মানুষ।