Advertisment

চতুর্থ ত্রৈমাসিকে একলাফে ৪ গুণ বাড়ল এসবিআই-এর মুনাফা

জানা যাচ্ছে, ২০১৯-২০ মার্চ ত্রৈমাসিকে এসবিআই-এর মোট মুনাফার অঙ্ক দাঁড়িয়েছে ৩,৫৮০.৮১ কোটি টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
sbi, এসবিআই, এসবিআই প্রফিট, এসবিআই মুনাফা, এসবিআই নিট মুনাফা, sbi q4 profit, state bank of india sbi q4 results, sbi q4 guidance, sbi news, banking sector news, business news, indian express business

প্রতীকী ছবি।

একলাফে ৪ গুণ বাড়ল স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ার মোট মুনাফার পরিমাণ। জানা যাচ্ছে, ২০১৯-২০ সালে মার্চ ত্রৈমাসিকে এসবিআই-এর মোট মুনাফার অঙ্ক দাঁড়িয়েছে ৩,৫৮০.৮১ কোটি টাকা।

Advertisment

উল্লেখ্য়, ২০১৮-১৯ অর্থবর্ষে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে এসবিআই-এর মুনাফার পরিমাণ ছিল ৮৩৮.৪ কোটি টাকা।

গত অর্থবর্ষে মার্চ ত্রৈমাসিকে ব্য়াঙ্কের আয় বেড়ে হয়েছে ৭৬,০২৭,৫১ কোটি টাকা। এসবিআই সূত্রে জানানো হয়েছে, ২০১৮-১৯ সালে ওই সময়কালে ব্য়াঙ্কের আয়ের অঙ্ক ছিল ৭৫,৬৭০.৫ কোটি টাকা।

আরও পড়ুন: জিও-তে ফের বিনিয়োগ , রেকর্ড শেয়ার ছুঁল রিলায়েন্স ইন্ডাস্ট্রি

সম্পত্তি খাতে, এসবিআই-এর গ্রস নন পারফর্মিং অ্য়াসেট (এনপিএ) ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়সীমায় ৭.৫৩ শতাংশ থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সময়সীমায় ৬.১৫ শতাংশ উন্নীত করেছে।

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত নেট এনপিএ বা ব্য়াড লোনস দাঁড়িয়েছে ২.২৩ শতাংশে, যা গত বছর এই সময়ে ছিল ৩.০১ শতাংশ।

বিএসই-তে এসবিআই-এর শেয়ার লেনদেন গতবছরের তুলনায় ২.৬৭ শতাংশ বেড়ে হয়েছে ১৭৮.৭০ টাকা।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

sbi business
Advertisment