SBI Vs Post Office FD Rates Compared:
চাকরি জীবনের শুরুতেই সঞ্চয় শুরু করার পক্ষপাতী আপনি? বেশ কিছু ফিক্সড ডিপোজিটও করেছেন পর পর। কিন্তু সব করেছেন স্টেট ব্যাঙ্কে। অথচ বিগত এক বছরে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমিয়েই যাচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
গত সোমবার ফের একবার স্থায়ী আমানতে সুদের হার কমিয়েছে। ১ থেকে ২ বছরের কম সময়ের জন্য সাড়ে ৬ শতাংশ সুদ দিচ্ছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক। ৩ থেকে ৫ বছরের কম সময়ের জন্য, এবং ৫ থেকে ১০ বছরের কম সময়ের জন্য ৬.২৫ শতাংশ সুদ দিচ্ছে এসবিআই। অথচ তুলনামূলক ভাবে অনেক বেশি অংকের সুদের হার দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ।
আরও পড়ুন, ৪০ দিনের মধ্যে তিনবার ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই
পোস্ট অফিসে স্থায়ী আমানতে সুদের হার
১ থেকে ২ বছরের কম সময় ৭ শতাংশ (এসবিআই দিচ্ছে ৬.৫০ শতাংশ)
২ থেকে ৫ বছরের কম সময় ৭ শতাংশ (এসবিআই দিচ্ছে ৬.২৫ শতাংশ)
৫ থেকে ১০ বছরের কম সময়ের জন্য ৭.৭ শতাংশ (এসবিআই দিচ্ছে ৬.২৫ শতাংশ)
দেখে নিন, ৫০ হাজার, ১ লক্ষ, ১৫ লক্ষ এবং ২ লক্ষ টাকার স্থায়ী আমানতে এসবিআই এবং পোস্ট অফিসের সুদের পরিমাণ
এসবিআই |
৫০ হাজার টাকা |
১ লক্ষ টাকা |
১.৫ লক্ষ টাকা |
২ লক্ষ টাকা |
১ বছর |
৫৩৩৩০ |
১০৬৬৬০ |
১৫৯৯৯০ |
২১৩৩২০ |
২ বছর |
৫৬৬০২ |
১১৩২০৫ |
১৬৯৮০৮ |
২২৬৪১০ |
৫ বছর |
৬৮১৭৬ |
১৩৬৩৫৩ |
২০৪৫৩০ |
২৭২৭০৭ |
|
|
|
|
|
পোস্ট অফিস |
৫০ হাজার টাকা |
১ লক্ষ টাকা |
১.৫ লক্ষ টাকা |
২ লক্ষ টাকা |
১ বছর |
৫৩৫৯৩৫ |
১০৭১৮৬ |
১৬০৭৭৯ |
২১৪৩৭২ |
২ বছর |
৫৭১৮৬ |
১১৪৩৭২ |
১৭১৫৫৮ |
২২৮৭৪৪ |
৫ বছর |
৬৯৮১৩ |
১৩৯৬২৬ |
২০৯৪৩৯ |
২৭৯২৫২ |
ওপরের তালিকা থেকে এটা স্পষ্ট, একই সময়ের জন্য একই পরিমাণ টাকা স্থায়ী আমানতে রাখলে এসবিআই এবং পোষ্ট অফিসের মধ্যে পোস্ট অফিস থেকেই বেশ খানিকটা বেশি রিটার্ন পাওয়া যাবে।