বিগত ক'দিন ধরেই করোনার প্রভাবে ধস নামছিল শেয়ারবাজারে। সেই সঙ্গে রয়েছে শেয়ারবাজারে ধস। বৃহস্পতিবার সকালে ৭৫ স্তর পড়েছে টাকার দাম।
এ দিন সকালে মার্কিন ডলার প্রতি টাকার দাম ছিল ৭৪ টাকা ৯৬ পয়সা। বেলা বাড়তে আরও খানিকটা পড়ে টাকার দাম দাঁড়িয়েছে মার্কিন ডলার প্রতি ৭৫ টাকা ১২ পয়সা। অর্থাৎ বুধবার রাতের তুলনায় রাতারাতি ৮৬ পয়সা কমেছে ভারতীয় টাকার দাম।
আরও পড়ুন, ইয়েস সংকট: ১৮ মার্চ থেকে উঠছে টাকা তোলার উপর নিষেধাজ্ঞা
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজারে টাকা খাটানোর প্রবণতা কমছে ঝুঁকির ভয়ে। জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে চূড়ান্ত আর্থিক সংকট চলছে। সারা দুনিয়া জুড়ে এই মুহূর্তে করোনার শিকার হয়েছে ৯ হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে।
বৃহস্পতিবারও ভারতীয় স্টক মার্কেটের পতন অব্যাহত। সকাল দশটা নাগাদ সেনসেক্সের সূচক ২৬.৯৭৭ থেকে নেমে যায় ১,৯০০তে। একই ছবি নিফটির ক্ষেত্রেও। ৬০০ পয়েন্ট কমে গিয়ে নিফটি এসে থামে ৭৮৮৪.৬৫তে। ইয়েস ব্যাঙ্কের ভরাডুবির পর করোনার প্রকোপের জেরে শেয়ার মার্কেটের ভরাডুবি অব্যাহত। লগ্নিকারীরা লগ্নি করতে ভয় পাচ্ছেন বলেই এই হাল বলেই জানিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কবে শেয়ার বাজারের স্থিতাবস্থা আসবে তা নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তা।
Read the full story in English