Advertisment

Share Market Closing: শেয়ারবাজারে কাঁপুনি, ২ লক্ষ কোটি টাকারও বেশি হারিয়ে মাথায় হাত বিনিয়োগকারীদের

Share Market Closing: মঙ্গলবার পুঁজিবাজারে আবারও বড়সড় দরপতন। এদিন দুপুর ১টা নাগাদ সেনসেক্স ১০০০ পয়েন্টের বেশি পড়ে যায়। নিফটিতেও বড়সড় পতন দেখা গেছে। নিফটির দর পড়েছে ২৮০ পয়েন্টের বেশি।

author-image
IE Bangla Web Desk
New Update
sensex 1000 points

মঙ্গলবার পুঁজিবাজারে আবারও বড়সড় দরপতন।

Share Market Closing: শেয়ারবাজারে কাঁপুনি, ২ লক্ষ কোটি  টাকারও বেশি হারিয়ে মাথায় হাত বিনিয়োগকারীদের। 

Advertisment

মঙ্গলবার পুঁজিবাজারে আবারও বড়সড় দরপতন। এদিন দুপুর ১টা নাগাদ সেনসেক্স ১০০০ পয়েন্টের বেশি পড়ে যায়। নিফটিতেও বড়সড় পতন দেখা গেছে। নিফটির দর পড়েছে ২৮০ পয়েন্টের বেশি। এই পতনের সাথে সেনসেক্স ৮০ হাজার পয়েন্টের নিচে এবং নিফটি ২৪৫০০ পয়েন্টের নিচে নেমে গেছে। বাজারে ধসের কারণে   বিনিয়োগকারীদের ২ লক্ষ কোটি টাকার বেশি লোকসান হয়েছে। 

মঙ্গলে বিরাট পতনে কেঁপে গেল শেয়ার বাজার। বিগত কয়েকদিন শেয়ার বাজারে আতঙ্কের পরিবেশ। সপ্তাহের দ্বিতীয় দিনে বড়সড় পতনের সাক্ষী থাকল শেয়ার বাজার। বিরাট ধস নামল স্টক এক্সচেঞ্জে। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারের সিদ্ধান্তের আগে আবারও ৮০ হাজারের ঘরে নেমে আসে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। দিনের শেষে ৮০,৬৮৪.৪৫ পয়েন্টে গিয়ে থেমে যায় সেনসেক্স। এ দিন এই সূচক নেমেছে ১,০৬৪.১২ পয়েন্ট। পাশাপাশি নিফটির সূচক এদিন ২৮০ পয়েন্ট কমেছে এবং ২৪,৪০০ এর নিচে নেমে গেছে। 

Advertisment

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এয়ারটেল এবং এইচডিএফসি ব্যাঙ্ক। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ১.৬১ শতাংশ কমেছে, আর ভারতী এয়ারটেলের শেয়ার প্রায় ৩ শতাংশ কমেছে। সুদের হারের ব্যাপারে বড় সিদ্ধান্ত নিতে পারে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক। তার আগে সতর্ক বিনিয়োগকারীরা। শুধু ফেডারেল রিজার্ভ নয়, অপরিশোধিত তেলের দাম বাড়ার প্রভাবও দেখা যাচ্ছে শেয়ার বাজারে।

গত পাঁচ দিনে অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ ও ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ডলারের নিরিখে হু হু করে কমেছে ভারতীয় টাকার দাম। বর্তমানে রেকর্ড পতনের পর সেটি ৮৪.৯২তে নেমে এসেছে।

Share Market
Advertisment