Best Laptop under 20K: ফোনের মতো ল্যাপটপও আমাদের জীবনে খুবই প্রয়োজনীয় গ্যাজেট হয়ে উঠছে। আজকাল, বেশিরভাগ কাজ হচ্ছে অনলাইনে। দিনে দিনে বাড়ছে ল্যাপটপের চাহিদা।
পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজ আজ সব কিছুতেই প্রয়োজন হচ্ছে ল্যাপটপের। আপনি যদি কম বাজেটে ভাল ল্যাপটপের সন্ধান করেন, তাহলে আজকের এই প্রতিবেদনে জেনে নিন ২০ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ল্যাপটপ সম্পর্কে।
বাজারে ২০,০০০ টাকার কম দামের অনেক ল্যাপটপ পাবেন। যেগুলিতে আপনি আপনার রোজকার কাজের পাশাপাশি গেমিং এবং গ্রাফিক্স-এর কাজও করতে পারবেন।
Acer Aspire 3 Intel Celeron Dual Core N4500
Acer-এর এই ল্যাপটপে রয়েছে ইন্টেলের সেলেরন ডুয়াল কোর প্রসেসর। এই ল্যাপটপে রয়েছে 8GB RAM এবং 256GB SSD, এটি Windows 11 অপারেটিং সিস্টেমে রান করে। এতে রয়েছে একটি 14-ইঞ্চি HD ডিসপ্লে । এটি ফ্লিপকার্টে 19,990 টাকায় পাওয়া যাচ্ছে। আপনার যদি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে তবে আপনি 750 টাকা পর্যন্ত ক্যাশব্যাকও পেতে পারেন।
ASUS Chromebook Intel Celeron Dual Core N4500
এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল সেলেরন ডুয়াল কোর প্রসেসর । এতে আপনি 4GB RAM এবং 64GB EMMC স্টোরেজ ক্যাপাসিটি । এতে SSD নেই। এতে 14 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে থাকবে। এটি Flipkart-এ 13,990 টাকায় পাওয়া যাচ্ছে। আপনি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে পেয়ে যাবেন এক্সট্রা ডিসকাউন্ট।
Lenovo Chromebook MediaTek Kompanio 520
Lenovo এর Chromebook সিরিজের এই ল্যাপটপটিতে রয়েছে MediaTek এর Kompanio 520 প্রসেসর। এই ল্যাপটপে আপনি পাবেন 4GB RAM এবং 128GB EMMC স্টোরেজ ক্যাপাসিটি। এটি ক্রোম অপারেটিং সিস্টেমে চলে এবং এতে রয়েছে 14 ইঞ্চি এইচডি স্ক্রিন রয়েছে। আপনি এটি ফ্লিপকার্টে 11,990 টাকায় পাবেন। এছাড়াও আপনি HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্টে পেয়ে যান অতিরিক্ত ছাড়।