ভোডাফোন আইডিয়াকে শোকজ নোটিস দিল ট্রাই। বিতর্কিত প্রায়োরিটি প্ল্য়ান নিয়ে ভোডাফোন আইডিয়াকে নোটিস দিল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা। অফারের স্বচ্ছতার অভাব রয়েছে, বিভ্রান্তিমূলক ও টেলিকম নিয়ন্ত্রক সংস্থার নীতির সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এই অভিযোগেই নোটিস দেওয়া হয়েছে বলে খবর।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আগামী ৩১ অগাস্টের মধ্য়ে কারণ দেখাতে হবে ভোডাফোন আইডিয়াকে। রেডএক্স টারিফ প্ল্য়ান লঙ্ঘন করার দায়ে কেন সংস্থার বিরুদ্ধে যথাযথ ব্য়বস্থা নেওয়া হবে না, সে ব্য়াপারে ৩১ অগাস্টের মধ্য়ে কারণ দর্শাতে হবে।
আরও পড়ুন: ভিস্তারার নয়া চমক, নিলামে দর হেঁকে সিট আপগ্রেড করবেন যাত্রীরা
সূত্রের খবর, ভারতী এয়ারটেলকে শো-কজ নোটিস দেওয়া হয়নি। ট্রাইয়ের নিয়ম মেনে চলার প্রস্তাব দিয়েছে এয়ারটেল এবং প্ল্য়াটিনাম অফারটি যথাযথভাবে সংশোধন করেছে তারা। সে কারণেই এ বিষয়ে আর তদন্ত চালানো হচ্ছে না।
উল্লেখ্য়, গত কয়েক সপ্তাহ ধরে ভোডাফোন আইডিয়ার প্রায়োরিটি প্ল্য়ান রেড এক্স ও ভারতী এয়ারটেলের প্ল্য়াটিনাম অফার নিয়ে তদন্ত চালাচ্ছিল ট্রাই। এ ধরনের অফারে ওই সংস্থাগুলি কোনও নিয়ম লঙ্ঘন করছে কিনা দেখা হয়েছিল।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন