/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/sbi-cover.jpg)
দেশের সবচেয়ে বড়ো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের নানা ধরনের এটিএম কার্ড রয়েছে। তার এক একটায় দিনে টাকা তোলার সর্বোচ্চ সীমাও আলাদা আলাদা। সাধারণত মাসে ৮ থেকে ১০ বার বাড়তি চার্জ ছাড়া এসবিআই এটিএম থেকে টাকা তোলা যায়। আগামী পয়লা অক্টোবর থেকে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা না থাকলেও জরিমানা ধার্য করবে এসবিআই।
দেখা যাক কোন কার্ডে দিনে সর্বোচ্চ কত টাকা তোলা যাবে?
১) এসবিআই ক্লাসিক এবং মায়েস্ত্রো কার্ড
এটি খুব জনপ্রিয় কার্ড।
একবারে টাকা তোলার সীমা- ১০০ থেকে ২০ হাজার টাকা।
২) এসবিআই গ্লোবাল ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড
একবারে টাকা তোলার সীমা- ১০০ থেকে ৪০ হাজার টাকা।
আরও পড়ুন, এসবিআই অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা আছে? তাহলে আপনি পাবেন বিশেষ সুবিধা
৩) এসবিআই গোল্ড ইন্টারন্যশনাল ডেবিট কার্ড
সারা বিশ্বের যে কোনও জায়গায় সম্পত্তি কিনতেও এই কার্ড ব্যবহার করা যায়।
একবারে টাকা তোলার সীমা- ১০০ থেকে ৫০ হাজার টাকা।
৪) এসবিআই প্লাটিনাম ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড
একবারে টাকা তোলার সীমা- ১০০ থেকে ১ লক্ষ টাকা।