বৃহস্পতিবার তাদের বিধিবদ্ধ পাওনা বাবদ কেন্দ্রীয় সরকারের টেলিযোগাযোগ বিভাগের কাছে ১,০০০ কোটি টাকা জমা করেছে ভোডাফোন আইডিয়া, জানিয়েছেন ওই বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক।
এর আগে সোমবার সরকারের কাছে আরও ২,৫০০ কোটি টাকা মোট আয়ের কিস্তি হিসেবে জমা দেয় ভোডাফোন। সব মিলিয়ে টেলিযোগাযোগ বিভাগের কাছে ভোডাফোনের প্রদেয় অর্থের মোট পরিমাণ ৫৩ হাজার কোটি টাকা।
টেলিযোগাযোগ বিভাগের ওই শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আগামী দু-এক দিনের মধ্যে বকেয়া টাকা মেটানোর ব্যাপারে নোটিশ পেতে চলেছে টাটা টেলিসার্ভিসেস। এই সংস্থাও সোমবার সরকারের কাছে ২,১৯৭ কোটি টাকা জমা করে, যেখানে টেলিযোগাযোগ বিভাগের হিসেব অনুযায়ী প্রদেয় অর্থের পরিমাণ হলো ১৪ হাজার কোটি টাকা।
আরও পড়ুন: ‘সরকারের সাহায্য না পেলে বন্ধ হয়ে যাবে ভোডাফোনের পরিষেবা’
এদিকে, এখনই ভোডাফোনের ব্যাঙ্ক গ্যারান্টিতে সরকারি হাত পড়ছে না, বুধবার এই খবর ছড়ানোর সঙ্গে সঙ্গে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)-তে এক লাফে ৪০ শতাংশ বেড়ে যায় ভোডাফোন আইডিয়ার শেয়ারের দাম। বৃহস্পতিবার অব্যাহত থাকে সেই গতি, এবং আরও ১৯.০৪ শতাংশ বেড়ে শেয়ার পিছু দাম হয় ৫ টাকা।
বোম্বে স্টক এক্সচেঞ্জে ১৮.৮৫ শতাংশ বেড়ে ভোডাফোন আইডিয়ার শেয়ারের দাম দাঁড়ায় ৪ টাকা ৯৮ পয়সা, যেখানে বুধবার ৩৮.২৮ শতাংশ বেড়েছিল দাম।
এছাড়াও বুধবার দিল্লির নর্থ ব্লকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করেন ভোডাফোন আইডিয়ার চেয়ারম্যান কুমারমঙ্গলম বিড়লা এবং ভারতী এয়ারটেলের সিইও সুনীল মিত্তল, এবং অর্থাভাবে জর্জরিত টেলিকম ক্ষেত্রের জন্য সরকারি সাহায্যের আবেদন জানান। বুধবার সন্ধ্যায় এই বৈঠক চলে প্রায় ৪০ মিনিট ধরে, যদিও দুই টেলিকম সংস্থার কর্তাই বৈঠকে আলোচিত বিষয়গুলি সম্পর্কে এখনও কোনও মন্তব্য করেন নি।