অবশেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, আগামী ২৪ মে এবছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে। ওই দিন বেলা ১২টায় ফল পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের ক্ষেত্রে এবছর আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে সংসদ। পরীক্ষা শেষের মাত্র ৫৭ দিনের মাথায় এবছর ফল প্রকাশ করা হচ্ছে। সংসদের ইতিহাসে যা নজিরবিহীন একটি পদক্ষেপ।
এবছর রাজ্যজুড়ে ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। অতিমারির করাল কাল পার করে এবছর লক্ষ-লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নজিরবিহীন সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছিল। নির্বিঘ্নে পরীক্ষা শেষ করতে প্রতিটি স্পর্শকাতর কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হয়েছে। সব মিলিয়ে নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনার সব ধরনের বন্দোবস্ত এবার করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুন- কর্ণাটকের মুখ উজ্বল করলেন বঙ্গতনয়া! সোনার মেয়ের নজিরবিহীন কীর্তিকে কুর্ণিশ!
শেষমেশ পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে। টুইটে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন লিখেছেন, ‘আগামী ২৪ মে বেলা ১২ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুন- ফের ‘গুন্ডাগিরি’ অ্যাম্বুলেন্স চালকের, মৃত শিশুর দেহ ব্যাগে ভরে বাসে সওয়ার বাবা
বেলা ১২ টা ৩০ মিনিট থেকে পড়ুয়ারা অনলাইন পোর্টালের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। আগামী ৩১ মে কাউন্সিলের ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেটের হার্ডকপি বিলি করা হবে।’
আরও পড়ুন- ঝড়-বৃষ্টিতে ধুয়ে যাবে জেলার পর জেলা, আবহাওয়ায় মারকাটারি বদল কবে থেকে?