জেনে নিন AIIMS MBBS-এর রেজিস্ট্রেশন পদ্ধতি

আবেদনকারীকে দ্বাদশ শ্রেণি বা তার সমতুল্য  পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা পরীক্ষায় বসতে হবে। পরীক্ষায় ইংরাজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।

আবেদনকারীকে দ্বাদশ শ্রেণি বা তার সমতুল্য  পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা পরীক্ষায় বসতে হবে। পরীক্ষায় ইংরাজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর এমবিবিএস ২০১৯-এর পরীক্ষার প্রাথমিক পর্যায়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। প্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটটি হল - aiimsexams.org। পরীক্ষা হবে আগামী বছরের ২৫ এবং ২৬ মে।

Advertisment

এ বছর থেকে দু ধাপে রেজিস্ট্রেশন হবে—  বেসিক এবং ফাইনাল। শেষ মুহূর্তের হুড়োহুড়ি এড়াতেই এই দুই পর্যায়ের আবেদন প্রক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফে। প্রথম পর্যায়ের রেজিস্ট্রেশনের জন্য প্রার্থীকে কোনও টাকা দিতে হবে না। প্রাথমিক পর্যায়ে রেজিস্ট্রেশনের পর প্রার্থীর সমস্ত নথি যাচাই করা হবে, এবং এরপরই প্রার্থী দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে সক্ষম হবেন।

আরও পড়ুন: AIIMS MBBS Result 2018: প্রকাশিত হল ফলাফল

Step 1: অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন, ওয়েবসাইটটি হল- aiimsexams.org

Advertisment

Step 2: প্রাথমিক রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করুন, এরপর একটি নতুন ওয়েবসাইট খুলবে, ugcourses.aiimsexams.org

Step 3: নতুন উইন্ডোতে বেসিক রেজিস্ট্রেশন ট্যাবে ক্লিক করুন।

Step 4: এরপর প্রয়োজনীয় তথ্যগুলি দিন।

Step 5: আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে ‘Submit’-এ ক্লিক করুন।

Step 6: ডাউনলোড করুন। প্রিন্টআউট নিয়ে রাখুন।

publive-image জানুন আবেদন করবেন কীভাবে।

AIIMS MBBS 2019: শিক্ষাগত যোগ্যতা 

আবেদনকারীকে দ্বাদশ শ্রেণি বা তার সমতুল্য  পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা পরীক্ষায় বসতে হবে। পরীক্ষায় ইংরাজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিতে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে। (SC/ST/OPH প্রার্থীদের জন্য ৫০ শতাংশ নম্বর পেতে হবে।)

ন্যূনতম নম্বর

AIIMS MBBS-এর পরীক্ষায় প্রার্থী হওয়ার জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৫০ শতাংশ নম্বর বাধ্যতামূলক। OBC -দের জন্য ৪৫ শতাংশ এবং SC/ST-দের জন্য ৪০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।

Read the full story in English 

Education