না হয় ২০১৮-র বিধানসভায় ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরে। কিন্তু তা বলে তো আসন্ন লোকসভার প্রস্তুতি থেমে থাকতে পারে না। ২০১৯ কে পাখির চোখ করে ক্ষমতায় আসতে উঠে পড়ে লেগেছে মোদী সরকার। বিজেপির যুব শাখার নির্বাচনী প্রচার শুরু হয়েছে ইতিমধ্যে। সেই প্রসঙ্গেই দেশের যুব সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রতিভাবান তরুণ সম্প্রদায়ের সব স্বপ্ন পূরণ করতে দায়বদ্ধ তাঁদের দল।
আরও পড়ুন, দুর্ঘটনার একমাস পর মেঘালয়ের খনি থেকে উদ্ধার এক শ্রমিকের দেহ
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী টুইট করে লেখেন, "আমি ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগের প্রশংসা করছি। #VijayLaksh2019 অভিজান দেশের যুব শক্তিকে উদ্বুদ্ধ করতে সাহায্য করবে। আমাদের দল দেশের যুব সম্প্রদায়ের স্বপ্ন পূরণের প্রতি দায়বদ্ধ"।
বৃহস্পতিবার বিজেওয়াইএম-এর পক্ষ থেকে লোকসভার আগে জনসংযোগ রক্ষার্থে ১৭টি ভিন্ন কর্মসূচী ঘোষণা করেছেন দল প্রধান পুনম মহাজন। দলের নির্বাচনী স্লোগান 'লকশ হামারা, মোদী দোবারা'।
Read the full story in English