প্রতীক্ষার অবসান হতে চলছে সিবিএসসির পরীক্ষার্থীদের। দ্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে জানানো হয়েছে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা হবে মে মাসের তৃতীয় সপ্তাহে। বোর্ডের কন্ট্রোলার সন্যম ভরদ্বাজ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন 'মে মাসের তৃতীয় সপ্তাহেই রেজাল্ট প্রকাশিত হবে কিন্তু বোর্ডের তরফ থেকে এখনই নির্দিষ্ট কোনও দিন নির্ধারন করা হয়নি"। তিনি আরও বলেন, 'এই মুহুর্তে মূল্যায়ন প্রক্রিয়ার শেষ ধাপ চলছে। দ্বাদশ শ্রেণির পর্ব মিটলেও দশম শ্রেণির মূল্যায়ন প্রক্রিয়া চলছে। আশা করা যাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহর মধ্যেই মিটে যাবে সমস্ত প্রক্রিয়া'।
এর আগে পরশষদের তরফে ঘোষণা করা হয়েছিল গুগল ও মাইক্রোসফটের মাধ্যমে এই বছরের সিবিএসসি ফলাফল প্রকাশ করা হবে। যদিও এই প্রসঙ্গে বোর্ডের এক আধিকারিক জানান, মে মাসের দ্বিতীয় সপ্তাহে ঠিক হবে পুরো ব্যাপারটি।
আরও পড়ুন জেনে নিন কীভাবে দেখবেন JEE Main 2019 রেজাল্ট
একই সুর সিবিএসসি বোর্ডের সেক্রেটারি অনুরাগ ত্রিপাঠীর গলায়, তিনি জানান, মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে আগে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশিত হবে তারপর দশম শ্রেণির ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, বেশ কিছু দিন আগেই কয়েকটি সংবাদসংস্থা ঠিক কোন তারিখে সিবিএসসির রেজাল্ট বেরতে পারে তার উল্লেখ করে। কিন্তু সেই সব খবরকে কার্যত 'ভুয়ো' বলে উড়িয়ে দেন সিবিএসসি বোর্ডের চেয়ারম্যান অঙ্কিতা কারওয়াল। তিনি বলেন, "এগুলো গুজব ছাড়া আর কিছুই নয়"। তিনি সংবাদমাধ্যমের কাছে আবেদন জানিয়ে বলেন 'কোনও রকম ভুল খবর ছড়িয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করবেন না'।
আরও পড়ুন প্রচন্ড গরমে বাচ্চাদের নিয়ে জল খেতে এলেন সিংহবাহিনী
ফল প্রকাশিত হওয়ার পর পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে সিবিএসসির অফিসিয়াল ওয়েবসাইট cbse.nic.in এবং cbseresults.nic.in মাধ্যমে।
Read the full story in English