Advertisment

২৮ তারিখ নয়, তবে মে মাসের শেষেই সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির ফল

চলতি মাসের শেষ সপ্তাহের শুরুর দিকে সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ, অন্যদিকে মে মাসের শেষ সপ্তাহের শেষের দিকে সিবিএসই দশম শ্রেণির ফল বেরোবে।

author-image
IE Bangla Web Desk
New Update
cbse

সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ হচ্ছে মে মাসের শেষ সপ্তাহে। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

অর্ণব মিত্র

Advertisment

সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ হচ্ছে মে মাসের শেষ সপ্তাহে। সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল চলতি মাসের শেষ সপ্তাহের শুরুর দিকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কন্ট্রোলার। অন্যদিকে মে মাসের শেষ সপ্তাহের শেষের দিকে সিবিএসই দশম শ্রেণির ফল বেরোবে। তবে ২৮ মে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল বেরোনোর খবর উড়িয়ে দিয়েছে বোর্ড।

আরও পড়ুন, সিবিএসই প্রশ্ন ফাঁসকাণ্ড: দিল্লি হাইকোর্টে শুনানি, ধৃত আরও ৩

ওয়েবসাইট মারফৎ ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। cbseresults.nic.in, cbse.nic.in, results.nic.in সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির ফল জানা যাবে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। এছাড়াও এসএমএসেও ফল জানতে পারা যাবে। ৫২০০১, ৫৭৭৬৬, ৫৮০০০০২, ৫৫৪৫৬০৬৮, ৫৪৩২১, ৫১২৩৪, ৫৩৩৩৩০০, ৫৪৩২১২০২ ও ৯২১২৩৫৭১২৩ নম্বরে এসএমএস করে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

আরও পড়ুন, সিবিএসই-র প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছাত্র-ছাত্রীদের

এ বছর প্রায় ২৮ লক্ষের বেশি পড়ুয়া সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিলন বলে জানা গেছে। দশম শ্রেণির পরীক্ষার্থীদের সংখ্যা ১৬ লক্ষ ৩৮ হাজার ৪২৮ জন। অন্যদিকে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের সংখ্যা ১১ লক্ষ ৮৬ হাজার ৩০৬ জন।

আরও পড়ুন,প্রশ্নফাঁসের মোকাবিলায় ভোটগণিতের ছায়া

এ বছর সিবিএসই-র দশম শ্রেণির অঙ্ক ও দ্বাদশ শ্রেণির ইকনমিক্সের প্রশ্নপত্র ফাঁস ঘিরে দেশজুড়ে হইচই পড়ে যায়। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দিল্লি ও ঝাড়খণ্ড থেকে কয়েকজনকে গ্রেফতারও করা হয়। প্রশ্নফাঁসের জেরে গত ২৫ এপ্রিল ফের নেওয়া হয় সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ইকনমিক্স পরীক্ষা।

CBSE Education
Advertisment